কলকাতা: পশ্চিমবঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে বিজেপির মহিলা মোর্চা (Bjp Mahila Morcha) বাংলার মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের ঘোষণা করে আত্মরক্ষামূলক কর্মসূচি 'উমা' শুরু করেছে।
মঙ্গলবার রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্র পাল একথা বলেছেন।
প্রতিদিন মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে:
তিনি বলেন পশ্চিমবঙ্গে নারীরা নিরাপদ নয়। প্রতিদিন মহিলাদের ওপর নির্যাতন করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনায় এক মহিলাকে গুলি করা হয়েছে, কোথাও তাদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, আবার কোথাও তাদের নির্যাতন করা হচ্ছে।মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেই:
মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। তিনি বলেন মমতা ব্যানার্জি সরকারের ৯ বছর অতিক্রম করেছে গেছে, কিন্তু এখন বাংলার মহিলারা তাদের সুরক্ষার জন্য কারও উপর নির্ভরশীল থাকতে চায় না। তাই বিজেপি মহিলা মোর্চা আত্মরক্ষার জন্য মার্শাল আর্টস- এ মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু:
তিনি বলেন ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম- দিন এই উপলক্ষে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত পুরো রাজ্যে সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে। একই সময়ে, মহিলাদের আত্মসুরক্ষার কার্যক্রম 'উমা'চালু করা হয়েছে। এই কর্মসূচি শুরু হবে ২ অক্টোবর, জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। এতে ২ জন প্রশিক্ষক (Trainer) মহিলাদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে দেবেন।
প্রতিটি জেলায় প্রায় ৫০ জন মহিলা প্রশিক্ষণ:
এই কর্মসূচিটি দক্ষিণ কলকাতায় একটি কর্মশালার আয়োজনের মাধ্যমে শুরু হবে এবং রাজ্যের প্রতিটি জেলায় প্রায় ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
মহিলারা মরিচের গুঁড়া বা ছুরি রাখবে:
তিনি বলেন যে একদিনে পুরো প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়, তবে কীভাবে অন্যায় এড়ানো যায় এ সম্পর্কে তথ্য দেওয়া হবে। এতে মহিলারা তাদের সুরক্ষার সব সময় সঙ্গে পিন, মরিচের গুঁড়া বা ছুরি রাখতে পারেন, যেমন আত্মরক্ষার তথ্য দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.