নয়া দিল্লি: ভারতীয় সেনা সীমান্তে চীনকে কড়া টক্কর দিচ্ছে এবং ভারত থেকে চীনা সেনাদের বিতাড়ন করছে। পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ সীমান্তে মূল চূড়ায় ভারতীয় সেনাবাহিনীর ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) এর ৩০ জন জওয়ানরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট দখল করেছে।
ITBP- র জওয়ানরা কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্ল্যাক টপ এরিয়ার কাছাকাছি নতুন জায়গা দখল করে তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। সরকার সেনাকে অ্যাকশন নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেয় যার ফলে ভারতীয় সেনা চীনাদের পিছু হটতে বাধ্য করে।
এর আগে ২৯ ও ৩০ আগস্ট চীনের পিপলস লিবারেশন আর্মি (Peoples Liberation Army) কে সরিয়ে ভারতীয় সেনাবাহিনী ব্ল্যাক টপ ফ্রন্টের দখল নেয়। পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ সীমান্তে মূল চূড়ায় ভারতীয় সেনাবাহিনীর ITBP -র জওয়ানদের দ্বারা ব্ল্যাক টপের ওপর নিয়ন্ত্রণ ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসাবে বিবেচিত হয়।
মিড়িয়া রিপোর্টস অনুযায়ী ITBP -র জওয়ানরা ব্ল্যাক টপের উপরেও ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ফারচুক লা পাস হয়ে ব্ল্যাক টপ পর্যন্ত পৌঁছেছিল।
ফারচুক লা পাস সমুদ্র পৃষ্ঠ থেকে ৪ হাজার ৯৯৪ মিটার উচ্চতায় অবস্থিত রয়েছে। এখনও অবধি ITBP এর জওয়ানরা কেবল প্যাংগং হ্রদের উত্তর উপকূলের ফিঙ্গার ২ এবং ফিঙ্গার ৩ অঞ্চলের কাছে ধান সিং পোস্টে মোতায়েন ছিল।
ভারতের এই বিশাল সাফল্য থেকে অনুমান করা যায় যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) উপস্থিত চীনা সেনার প্রতিটি পদক্ষেপের ওপর এখন এই ITBP-র জওয়ানদের স্পষ্ট নজর থাকবে।
বর্তমানে হেলমেট টপ, ব্ল্যাক টপ, ইয়েলো বাম্প ওয়ার আর্মি, ITBP এবং স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (SFF) তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই স্থান থেকে সরাসরি চীনের পিপলস লিবারেশন আর্মি (Peoples Liberation Army)-র দক্ষিণ পোস্ট নম্বর ৪২৮০, ডিগিং এরিয়া এবং চুতি চামলার মত স্থানে হওয়া গতিবিধি স্পষ্ট রূপে দেখা যাবে।
ITBP-র আইজি এম. এস. রাওয়াত (IG M.S Rawat) ডিজিপি দেশওয়াল (DGP Deswal) এর সাথে সীমান্তে ছয় দিন কাটিয়েছেন। ইতিমধ্যে, ITBP এলএসি এর পাশে এখনও পর্যন্ত ৩৯ টিরও বেশি জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করেছে। ITBP-র জওয়ান চুষুল ও তারা সীমান্ত ঘাঁটির কাছে মোতায়েন রয়েছে। একই সাথে,ITBP-র আধিকারিকরা জানিয়েছেন যে চন্ডীগড় থেকে অতিরিক্ত কোম্পানি এয়ারলিফ্ট করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.