মুর্শিদাবাদ: পুড়িয়ে দেওয়া হল মা কালির মূর্তি। না এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ঘটনা।
বাংলাদেশে মন্দির ভাঙা ও হিন্দুদের ঘরবাড়ি জ্বলিয়ে দেওয়া সেখানকার দৈনন্দিনের ঘটনা। সেই একিই কায়দায় কালী মন্দিরে আগুন লাগিয়ে মা কালীর প্রতিমা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলমপুর গ্রামে। জানা গেছে কাল গভীর রাত্রে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী মা এর বিগ্রহে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে মা কালীর প্রতিমা পুড়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে দুষ্কৃতীদের নিশানায় ছিল এই প্রাচীন মন্দিরটি। এর আগেও এখানে মা এর সোনার অলঙ্কার চুরি হয় ও মন্দিরের জমিতে থাকা গাছ রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়। এবার এই ঘটনার পর মা এর বিগ্রহে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটলো।
এই ঘটনা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ গ্রামবাসীরা মন্দিরের সামনে জড়ো হয়। দোষীরা এখনও প্রশাসনের নাগালের বাইরে। কোন মিডিয়ার এই খবর দেখানোর সাহস হচ্ছেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.