কলকাতা: বিহারের রাজধানী পাটনার জেলে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও কাউন্সিলর মনীশ শুক্লাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
মনীশ শুক্লা হত্যা মামলায় গ্রেপ্তার অপরাধীরা জেরায় এ বিষয়টি প্রকাশ করেছে। এই মামলায় বৃহস্পতিবার পাঞ্জাব থেকে দুই শার্প শ্যুটার কে গ্রেফতার করা হয়েছে। ২০২০ সালের ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় হত্যার মামলাটিকে সিআইডির(CID) একটি বড় সাফল্য মনে করছে।
বৃহস্পতিবার সিআইডির টিম পাঞ্জাব থেকে দুই শার্প শ্যুটারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আসামির নাম সুজিত কুমার রায় (২৬) এবং রওশন কুমার যাদব ওরফে তাত্যা (২০)।
আরোও পড়ুন : আবারও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী হত্যা। বিজেপি কর্মীকে হত্যা করে তার লাশকে বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে, বিজেপি টিএমসির (TMC) ওপর অভিযোগের আঙুল তুলেছে।
এদের মধ্যে সুজিত বিহারের সমস্তীপুর জেলার মুসুরি গৌরী থানা এলাকার বাথুয়া গ্রামের বাসিন্দা আর রোশন বৈশালী জেলার ভগবানপুর থানা এলাকার সাথিয়া গ্রামের বাসিন্দা। দুজনকেই শুক্রবার লুধিয়ানা থেকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে আনা হয়েছিল।
সিআইডি সূত্র জানায়, দুজনেই শার্প শ্যুটার এবং দুজনই মনীষ শুক্লার হত্যা কান্ডে সরাসরি জড়িত। এই মামলায় সিআইডি আরও চার জন শার্প শ্যুটারের সন্ধান করছে।আধিকারিকরা জানিয়েছেন মামলার তদন্তে এই পর্যন্ত মোহাম্মদ খুররম খান, গুলাব শেখ ও সুবোধ রায় নামে তিন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে সুজিত বিহারের সমস্তীপুর জেলার মুসুরি গৌরী থানা এলাকার বাথুয়া গ্রামের বাসিন্দা আর রোশন বৈশালী জেলার ভগবানপুর থানা এলাকার সাথিয়া গ্রামের বাসিন্দা। দুজনকেই শুক্রবার লুধিয়ানা থেকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে আনা হয়েছিল।
সিআইডি সূত্র জানায়, দুজনেই শার্প শ্যুটার এবং দুজনই মনীষ শুক্লার হত্যা কান্ডে সরাসরি জড়িত। এই মামলায় সিআইডি আরও চার জন শার্প শ্যুটারের সন্ধান করছে।আধিকারিকরা জানিয়েছেন মামলার তদন্তে এই পর্যন্ত মোহাম্মদ খুররম খান, গুলাব শেখ ও সুবোধ রায় নামে তিন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আরোও পড়ুন: পশ্চিমবঙ্গে স্বাধীনতা দিবসে তেরঙ্গা পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিজেপির এক কর্মীকে হত্যা করা হয়েছে।
সুবোধের কাছ থেকে তিনটি অত্যাধুনিক অস্ত্র ও বাইক উদ্ধার করা হয়েছে। পাটনা জেলে পুরো মামলার ষড়যন্ত্রকারী সুবোধ কান্ত সিং নামে আরও একজন আসামীকে কলকাতায় আনার প্রস্তুতি চলছে, যার মাধ্যমে শিগগিরই বাকি অপরাধীদের কাছে পৌঁছানো যাবে। মণীশ শুক্লা হত্যাকাণ্ডে বাংলার রাজনীতি উত্তপ্ত। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনৈতিক হত্যা বলে আক্রমন করেছে।
সাম্প্রতিক সময়ে, পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিজেপি দাবি করেছে তাদের শতাধিক নেতা-কর্মীকে ক্ষমতাসীন দল হত্যা করেছে। বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, ক্ষমতাসীন তৃণমূল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার মাধ্যমে বিরোধী দলগুলিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে তৃণমূল বলেছে বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
সুবোধের কাছ থেকে তিনটি অত্যাধুনিক অস্ত্র ও বাইক উদ্ধার করা হয়েছে। পাটনা জেলে পুরো মামলার ষড়যন্ত্রকারী সুবোধ কান্ত সিং নামে আরও একজন আসামীকে কলকাতায় আনার প্রস্তুতি চলছে, যার মাধ্যমে শিগগিরই বাকি অপরাধীদের কাছে পৌঁছানো যাবে। মণীশ শুক্লা হত্যাকাণ্ডে বাংলার রাজনীতি উত্তপ্ত। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনৈতিক হত্যা বলে আক্রমন করেছে।
সাম্প্রতিক সময়ে, পশ্চিমবঙ্গে বিজেপির অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিজেপি দাবি করেছে তাদের শতাধিক নেতা-কর্মীকে ক্ষমতাসীন দল হত্যা করেছে। বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে, ক্ষমতাসীন তৃণমূল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার মাধ্যমে বিরোধী দলগুলিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে তৃণমূল বলেছে বিজেপির সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.