এত টাকা কোথা থেকে পাচ্ছেন প্রশান্ত কিশোর, আরেক TMC বিধায়ক বিদ্রোহী। বললেন দলের ক্ষতি করছেন প্রশান্ত কিশোর, ভাড়াটেদের এনে সফলতা পাওয়া যায়না। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

এত টাকা কোথা থেকে পাচ্ছেন প্রশান্ত কিশোর, আরেক TMC বিধায়ক বিদ্রোহী। বললেন দলের ক্ষতি করছেন প্রশান্ত কিশোর, ভাড়াটেদের এনে সফলতা পাওয়া যায়না।

কলকাতা: আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস (TMC) দলের ভেতরে অন্তর্কলহ দিন দিন সামনে আসছে।

Jetu Lahiri rebellion at tmc, prasant Kishore

দলের আরেক বিধায়ক প্রকাশ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বিদ্রোহী মনোভাব দেখানো এই বিধায়ক হলেন জটু লাহিড়ি। তিনি হাওড়া জেলার শিবপুরের TMC বিধায়ক।


লাহিড়ি সরাসরি প্রশান্ত কিশোরের বিদ্রোহী মনোভাব দেখিয়ে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর বর্তমানে বাংলায় TMC নির্বাচনী কৌশল প্রস্তুত করছেন। তবে দলের অনেক বিধায়ক তার রণনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

লাহিড়ি দলের বর্তমান সমস্যার জন্য তাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, “তাকে (প্রশান্ত কিশোর) পার্টিতে ভাড়া করে আনা হয়েছে। একদিন হঠাৎ শুনলাম দল পরিচালনার জন্য আসছেন এক ভোট বিশেষজ্ঞ। পিকে না কী নাম যেন! তাঁর নিয়োগের পর থেকে চারদিক থেকে লোকসান শুরু হয়েছে গিয়েছে।”

লাহিড়ি দল ছাড়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, “আমি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে দলে যোগ দিয়েছি। তাঁর নিজের ক্ষমতায় দল চালানো উচিত।"

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা শুভেন্দু অধিকারীর বিষয়ে বলতে গিয়ে লাহিড়ী বলেন "শুভেন্দু অধিকারী মন্ত্রী পদের মোহ থেকে বেরিয়ে আসতে সক্ষম ছিলেন। দলে অনেক সমস্যা আছে। আমরা সকলেই এ নিয়ে দুঃখিত।"

হাওড়া পৌর কর্পোরেশন নির্বাচনের দুবছর হয়ে গেলেও সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না। প্রশান্ত কিশোরের সাথে যুক্ত সদস্যরা আমাকে বেশ কয়েকটি কার্যক্রম আয়োজন করতে বাধ্য করেছিলেন। কারোর কাউকে কোনও কার্যক্রমের জন্য বাধ্য করার অধিকার নেই।" TMC বিধায়ক লাহিড়ি বলেন, "আমি জানিনা তারা (প্রশান্ত কিশোরের সদস্যরা) কোথা থেকে এই পরিমাণ অর্থ পাচ্ছে"

Read more: মমতার ওপর অসন্তুষ্ট মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়লেন HRBC-র চেয়ারম্যান পদ। বিধানসভা নির্বাচনের আগে TMC ছাড়ার জল্পনা তুঙ্গে।

তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ প্রশান্ত কিশোর (PK) বলে জানা গেছে। শুভেন্দু অধিকারী রবিবার (২৯ জুন, ২০২০) পূর্ব মেদিনীপুরেও একটি সভা করেছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জির সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারও এতে ক্ষুদ্ধ বলে জানা গেছে। সিঙ্গুর বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্জও দল ছাড়ার হুমকি দিয়েছেন। TMC-র আরেক অসন্তুষ্ট বিধায়ক মিহির গোস্বামীও ইতোমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad