ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দীন সিদ্দিকীর সঙ্গে আসন্ন বিধানসভা ভোট নিয়ে বৈঠক MIM প্রধান আসাউদ্দিন ওয়েসির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দীন সিদ্দিকীর সঙ্গে আসন্ন বিধানসভা ভোট নিয়ে বৈঠক MIM প্রধান আসাউদ্দিন ওয়েসির।

কলকাতা: ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দীন সিদ্দিকীর সঙ্গে আসন সমঝােতা।


পশ্চিমবঙ্গের ভােটে লড়াইয়ের প্রস্তাব নিয়ে শনিবার দলের রাজ্য নেতাদের সঙ্গে আলােচনা করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন(AIMIM)-এর সর্বভারতীয় সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। 


সূত্রের খবর, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়াই দিয়েছেন ওয়েইসি। পরে টুইট করে তিনি জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে দলীয় কর্মকর্তাদের সঙ্গে খুবই কার্যকরী বৈঠক হয়েছে। রাজ্যের আসন্ন ভােট এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছি।”

এ দিন রাজ্যের বিভিন্ন জেলার পর্যবেক্ষক ছাড়াও রাজ্যস্তরের মােট প্রায় ২২ জন দলীয় নেতাকে হায়দরাবাদে বৈঠকে ডেকে পাঠানাে হয়। বৈঠকের পরে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা আসিম ওয়াকার জানান, “খুব শীঘ্রই ওয়েইসি বাংলায় যাবেন। সেখানে গিয়ে তিনি রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। সভাও করবেন।”

এরাজ্যের নির্বাচনে এমআইএমের প্রভাব পড়বে না বলেই মনে করছে শাসক তৃণমূল ও বিরােধীরা। তৃণমূল নেতা সৌগত রায় এদিন বলেন, “এমআইএম হায়দরাবাদের দল। বাংলা ভাষীদের মধ্যে ওদের কোনও প্রভাব নেই। বিজেপি-বিরােধী ভােট ভাগাভাগি করে ওরা বিজেপির সহায়ক হিসেবে কাজ করে। তবে এখানে তা হবে না।

একইভাবে রাজ্য বিজেপিও দাবি করেছে, এ রাজ্যের নির্বাচনে এমআইএমের গুরুত্ব নেই। সূত্রের খবর, আজকের বৈঠকে স্থির হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে।

সেই কমিটি কোন কোন আসনে লড়া সম্ভব তা জানিয়ে এ মাসেই একটি রিপোর্ট পাঠাবে দলের সদর দফতরে অর্থাৎ হায়দরাবাদে। সেই রিপাের্টের ভিত্তিতে সমীক্ষা করতে রাজ্যে আসবে দলের কেন্দ্রীয় একটি টিম। তাদের রিপাের্টের ভিত্তিতেই চূড়ান্ত হবে ঠিক কটি আসনে এ রাজ্যে লড়া হবে।
Image source twitter 

দলের মুর্শিদাবাদের আসাদুল শেখও উপস্থিত ছিলেন। বৈঠকে আসাদুল বলেন, “ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস- উদ্দীন সিদ্দিকীর সঙ্গে সমঝােতা করেই রাজ্যে এমআইএম লড়বে বলে বৈঠকে জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। জানুয়ারি মাসে এক অনুষ্ঠানে যােগ দিতে এ রাজ্যে আসবেন তিনি। সেখানে তিনি নিজেই ঘােষণা করবেন কোন কোন আসনে কারা লড়বেন এমআইএমের প্রার্থী হিসেবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad