আদালতে আত্মসমর্পণ করল গরু পাচার কান্ডের মূলচক্রী এনামুল হক, হাজির সতীশ কুমারও। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

আদালতে আত্মসমর্পণ করল গরু পাচার কান্ডের মূলচক্রী এনামুল হক, হাজির সতীশ কুমারও।

শুক্রবার আসানসােল সিবিআই আদালতে আত্মসমর্পণ করল গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক।


এদিন সকাল দশটা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে এনামুলকে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে এদিন আদালতে তােলা হয় BSF কমান্ডেন্ট সতীশ কুমারকেও। CBI জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর করােনা আক্রান্ত হয়ে যাওয়ায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় এনামুলকে। 


এরপর দু'দুবার করােনা পজিটিভ রিপাের্ট আসে এনামুলের। কলকাতা হাই কোর্ট তাঁকে নির্দেশ দেয় করােনা নেগেটিভ হওয়ার ৬ দিনের মধ্যেই আত্মসমর্পণ করতে। সেই মত শুক্রবার আসানসােল সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামূল।

অন্যদিকে দশদিন জেল হেফাজতের পর এদিন সিবিআই আদালতে তােলা হয় বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার কে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এনামুলকে হেফাজতে চাইবে সিবিআই। একইসঙ্গে সতীশ কুমারকেও সিবিআই হেফাজতে চাইবে। তারপর মুখােমুখি বসিয়ে জেরা হবে দুজনের।

উল্লেখ্য গত মাসে দিল্লির একটি হােটেল থেকে এনামুল হককে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা। তারপর এনামুল হককে শর্ত সাপেক্ষে জামিন দেয় দিল্লির CBI এর তদন্তকারী দলের সদস্যরা। এছাড়া, BSF কমান্ডেন্ট সতীশ কুমারের বাড়ি, ব্যবসায়ী রাজন পােদ্দারের মানিকতলার বাড়ি ও তিন জেলায় CBI তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে।

তদন্তকারীরা জানতে পারেন, BSF ও শুল্ক দপ্তরের আধিকারিকদের যােগসাজসে সীমান্তে আটক গরু গুলিকে রুগ্ন ও ছােট দেখিয়ে কম টাকায় কিনে নেওয়ার সিন্ডিকেট গড়ে তুলেছিল এনামুল হক। এদের দেওয়া টাকায় সমৃদ্ধ হচ্ছিলেন BSF কর্তা সতীশ কুমার ও শুল্ক আধিকারিকদের একাংশ। এমনকী এনামুলের সংস্থায় সতীশ কুমারের ছেলে কাজও করেন বলে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad