স্নাতকে ভর্তির আবেদনের মেয়াদ বাড়লো ২৭ আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু অক্টোবর থেকে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্নাতকে ভর্তির আবেদনের মেয়াদ বাড়লো ২৭ আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু অক্টোবর থেকে।

স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হল। উপাচার্যের এমনটাই জানিয়েছেন উচ্চ শিক্ষা দফতর।

কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হল

গত বছরের মতাে এবারও আবেদনে কোনও ফি লাগছে না। ২ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। শুক্রবার ছিল আবেদনের শেষ দিন।


উচ্চশিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্নাতকে (honours) ভর্তির আবেদন করা যাবে। মেধাতালিকায় নাম থাকলে তা কলেজ বা বিশ্ববিদ্যালয় এর তরফে চিঠি, ই-মেল (e-mail) বা এসএমএস (sms)-এর মাধ্যমে আবেদনকারীদের জানাতে হবে।

এবারও স্নাতকস্তরে ভর্তিতে ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং হবে না ভর্তির টাকা জমা দিতে হবে শুধুমাত্র ব্যাঙ্কে। করােনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় কঠোরভাবে কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, কোনও ছাত্র বা ছাত্রীকে ভর্তি হতে কলেজে আসতে হবে না। কলেজ বা বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ মেধা তালিকার একটি কপি ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। তা দেখে ভর্তি ফি গ্রহণ করবে ব্যাঙ্ক । ই-পেমেন্ট (e-payment) ও করা যাবে। প্রতিটি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ বিষয়ে তথ্য জানাবে।

৩১ আগস্ট প্রকাশিত হবে মেধা তালিকা। B.A, B.SC B.COM অনার্স বা জেনারেলের ভর্তি শেষ হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম বর্ষের ক্লাস। অনলাইনে, নাকি ছাত্র-ছাত্রীদের শারীরিক উপস্থিতিতে ক্লাস হবে, তা এখনও ঠিক হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad