গুয়াহাটি : মন্দিরের পাঁচ কিলােমিটারের চত্বরের মধ্যে গােমাংস (Beef) বিক্রি করা যাবে না, এই মর্মেই অসম বিধানসভায় পাস হল ‘অসম ক্যাটল প্রিজারভেশন বিল ২০২১' (Assam Cattle Preservation Bill, 2021)
নতুন এই আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, জৈন ও অন্যান্য ধর্মের কোনও মন্দিরের পাঁচ কিলােমিটার ব্যাসার্ধের মধ্যে গােমাংস ক্রয়-বিক্রয় করা যাবে না। পাশাপাশি গরু এবং বাছুর জাতীয় কোনও প্রাণীকে (১৪ বছর পর্যন্ত বয়সি) অসমে হত্যা করা যাবে না বলে স্পষ্ট জানানাে হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের এই বিলে।
যদিও এই বিল পাস হওয়ার পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, "কেউ চাইলে গােমাংস খেতে পারেন, কারও খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে না তাঁর সরকার।"
শুক্রবার ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়' ধ্বনির মধ্যেই অসম বিধানসভায় পাস হয় এই বিল। কংগ্রেস-সহ বিরােধী দলের বিধায়করা এর প্রতিবাদে সদন থেকে ওয়াক আউট করেন।
গােমাংস বিক্রির ফলে অনেক জায়গায় ধর্মীয় সংঘাত হয়েছে বলেও মন্তব্য করেন হিমন্ত। বিল পাসের পর মুখ্যমন্ত্ৰী হিমন্ত বলেন, “যে সব মন্দির আগে থেকে রয়েছে সেখানেই এই নিয়ম কার্যকর হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.