প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ প্রার্থীদের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ প্রার্থীদের।

বারাসত: বিধাসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের।

Demanding appointment of primary teacher

প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকেরা তা মানছেন না বলে অভিযোগ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে, সােমবার সকালে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়ােগ নচেৎ স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি চেয়ে বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দিল ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড নট ইনকুডেড একতা মঞ্চের সদস্যরা।


তাদের দাবি, মুখ্যমন্ত্রী তাদের উপর সহানুভূতিশীল। তিনি তাদের সকলকে ধাপে ধাপে নিয়ােগের নির্দেশ দিয়েছিলেন, অথচ প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রায় অর্ধেক প্রার্থীকে নিয়ােগ করলেও বাকিদের বঞ্চিত করছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন, তার কথামতাে সকল ট্রেন্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়ােগ করে তাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে সার্থক করুক।

পুজোর আগে তাদের শিক্ষক পদে নিয়ােগ করে ব্রেক-আপ যন্ত্রণা থেকে মুক্তি দিক নচেৎ তাদের স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেওয়া হােক। এদিন এই দাবিতেই তারা সরব হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দপ্তরের সামনে মােতায়েন করা হয় বারাসত থানার পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad