প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরি- প্রার্থীদের অভিনব বিক্ষোভ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরি- প্রার্থীদের অভিনব বিক্ষোভ।

বারাসত: কেউ চপ ভেজে, কেউ রাস্তা ঝাড়ু দিয়ে, আবার কেউ জুতাে সেলাই করে কেউ বা আবার গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিনয় করে অভিনব বিক্ষোভ প্রদর্শন করে করলেন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।

Fancy protest of tet pass and trained job seekers


গত বৃহস্পতিবার দুপুরে বারাসত উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সামনে অভিনব ভাবে এই বিক্ষোভ দেখালেন ডিএলইডি ঐক্য মঞ্চের শিক্ষক শিক্ষিকারা।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘােষণা অনুযায়ী ২০১৪ সালের প্রাথমিক টেট (Tet) উত্তীর্ণ প্রার্থীদের নিয়ােগ দাবিতে এদিনের অভিনব বিক্ষোভ।

তাদের দাবি মূলত, ২০১৪ সালের টেট উত্তীর্ণ ডিএলএড (D.el.ed) প্রশিক্ষিত রাজ্যের ১৫০০ প্রার্থীদের অবিলম্বে নিয়ােগ করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি অনুযায়ী ১৬৫০০ প্রশিক্ষিত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে অবিলম্বে নিয়ােগ করতে হবে। এছাড়াও টেট উত্তীর্ণ সকল প্রার্থীদের তালিকাভুক্ত করে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চাকরি দিতে হবে।

চলতি মাসের ১২আগস্ট নিয়ােগের দাবিতে বারাসত প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল এই চাকরি প্রার্থীরা। এদিন আবারাে তারা বিক্ষোভ দেখাল জেলা পরিষদ ভবনের সামনে।

এত বিক্ষোভ আন্দোলন করার পরেও তাদের নিয়ােগ হচ্ছে না। তাই আজ তারা জেলা পরিষদের সামনে কেউ চপ ভেজে, কেউ জুতা পরিষ্কার করে, কেউ ঝাড়ুদার হয়ে, কেউ আবার গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিনয় করে অভিনব বিক্ষোভ দেখাতে থাকে। 

পাশাপাশি তারা পথচলতি মানুষদের তাদের দাবি সমূহ লিফলেট দিয়ে তাদের হাতে একটি ছােট চারা গাছ তুলে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad