বদলির প্রতিবাদে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বদলির প্রতিবাদে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বাড়ি থেকে দূরে বদলি হওয়ায় কীটনাশক খেয়ে প্রতিবাদ করলেন শিশু শিক্ষা কেন্দ্রের পাঁচ জন শিক্ষিকা।

Five school teacher attempt suicide

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সল্টলেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখানাের সময় পুলিশের সামনে তারা তরল কীটনাশক খেতে শুরু করেন। এই ঘটনায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশ ওই পাঁচজন শিক্ষিকাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর দু'জনের শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের।


খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলশিক্ষা সচিবের সঙ্গে আন্দোলনকারীদের অভিযােগ নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। শিক্ষিকারা প্রত্যেকেই ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-র সদস্য।তারা শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষিকা হিসাবে কর্মরত। বিভিন্ন ইস্যুতে এই মঞ্চ বছর দুয়েক ধরে আন্দোলন করছে।

আন্দোলনকারীদের কথায়,“আমরা চুক্তিভিত্তিক শিক্ষিকা।
জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে আমাদের চাকরি থাকবে না। চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করায় আমাদের উত্তরবঙ্গে বদলি করা হয়েছে।”

Read more: প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরি- প্রার্থীদের অভিনব বিক্ষোভ।

বিক্ষোভকারীদের অভিযােগ, তাঁদের বাড়ি থেকে ৬০০-৭০০ কিলােমিটার দূরে বদলি করা হয়েছে। এদিন এই বদলির প্রতিবাদে দুপুর থেকে বিকাশ ভবনের বাইরে জড়াে হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। বিকাশ ভবনে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয়। পুলিশ গ্রেফতার করবে জানতে পেরে বােতল থেকে বিষাক্ত কীটনাশক গলায় ঢেলে নেন তারা।

 এনআরএস কর্তৃপক্ষ জানিয়েছে,আশঙ্কাজনক এক শিক্ষিকা -কে প্রয়ােজনে আইসিইউতে রাখা হবে।শিক্ষিকাদের এইভাবে আন্দোলনের নামে বিকাশ ভবনে এসে বিষ খাওয়ার ঘটনায় চক্রান্ত ও প্ররােচনা রয়েছে বলে তৃণমূল মনে করছে।

তৃণমুলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘােষ বলেন, “শিক্ষিকাদের সুস্থতা কামনা করছি। কিন্তু রাজ্য সরকার যখন শিক্ষক-শিক্ষিকাদের বাড়ির কাছে বদলির জন্য উদ্যোগ নিয়েছে, তখন এই ধরনের বদলির নামে আন্দোলনের পিছনে কারও প্ররােচনা ও ষড়যন্ত্র রয়েছে।"

তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের সরকার বদলির বৈজ্ঞানিক ভিত্তি ও সরলীকরণ করার চেষ্টা করছে সমাধানও হচ্ছে। কিন্তু যে পদ্ধতিতে দাবি জানানাের চেষ্টা হয়েছে তা গভীর চক্রান্তের ফল।

ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী বলেন, “এটি দুর্ভাগ্যজনক ঘটনা। শিক্ষিকাদের সুস্থতা কামনা করছি।” তৃণমূলের প্রশ্ন, ব্রাত্যবাবু যখন এমএসকে ও এসএসকে শিক্ষকদের বদলির সমস্যাটি দেখছেন তখন কেন এই চক্রান্ত করা হচ্ছে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad