লখনউ : প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং (Kalyan Singh) (৮৯)। শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি সেপ্টিসিমিয়ায় আক্রান্ত ছিলেন। লখনউয়ের সঞ্জয় গান্ধী পােস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences) সংক্রমণজনিত কারণে গত ৪ জুলাই থেকে তাঁর চিকিৎসা চলছিল। এর আগে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টি অর্গান ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯
বছর। গত ৪ জুলাই থেকে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শুক্রবারই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানায়। এরপরই তাঁকে লাইফ সেভিং সাপাের্টে রাখা হয়।
Former UP CM Kalyan Singh's death occurred due to to sepsis and multi-organ failure, informed hospital where he was admitted https://t.co/U5TTRGD7Qi
— Mint (@livemint) August 21, 2021
কল্যাণের মৃত্যুতে শােক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ
কোবিন্দ (Ram Nath Kovind) প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Narendra Modi) সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মােদি তাঁর শােকবার্তায় বলেন, “দেশের কোটি কোটি প্রান্তিক মানুষের দাবিদাওয়া নিয়ে সরব থাকতেন কল্যাণ সিং। তাঁর সরকারে কৃষক, যুবক এবং মহিলাদের ক্ষমতায়ন হয়েছিল।”
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ তাঁর পূর্বসূরির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ওই ঘটনার পরই তিনি পদত্যাগ করেন, পরে তার সরকার বরখাস্ত হয়।
রাজস্থানের প্রাক্তন গভর্নর পদেও আসীন ছিলেন তিনি। বরিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে শােকস্তব্ধ রাজনীতিমহল। প্রধানমন্ত্রী-সহ বহু রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা
শােকপ্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.