মুম্বই: বিমানবন্দরে টার্মিনালে প্রবেশের মুখে সালমান খানকে আটকে দিয়ে খবরের শিরােনামে এসেছিলেন CISF-এর এক অফিসার।
আগে সিকিউরিটি চেক পয়েন্ট থেকে ছাড়পত্র নিতে বলেছিলেন। ঘটনার ফুটেজ সােশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, যার পর প্রশংসা ধেয়ে এসেছিল তার উদ্দেশ্যে।
ভাইজানের মতাে বলিউডি বড় তারকার ব্যক্তিত্বে ভেসে না গিয়ে হাত দেখিয়ে আটকে মনে করিয়ে দিয়েছিলেন বিমান-বন্দরের নিয়মকানুন। অথচ, এর পরই খবর ছড়িয়েছিল, ওই অফিসারকে না কি এই কাজের জন্য জরিমানা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কিন্ত সেই খবরকে মিথ্যা বলে জানিয়ে দিল সিআইএসএফ (CISF)।
সালমান খানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তাকে এক সিআইএসএফ (CISF) অফিসার বিমানবন্দরে নিয়ম ভাঙার জন্য আটকে দেয়।
The contents of this tweet are incorrect & without factual basis. In fact, the officer concerned has been suitably rewarded for exemplary professionalism in the discharge of his duty. @PIBHomeAffairs
— CISF (@CISFHQrs) August 24, 2021
সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে সালমান খান (Salman Khan) তার ছবির শুটিংয়ের জন্য বিদেশ যাচ্ছিলেন।
বিমানবন্দরের এই ভিডিওতে, নিরাপত্তায় নিয়োজিত সিআইএসএফ জওয়ান সালমান খানকে বাধা দেন। সলমান খান চেকিং ছাড়ায় ভেতরে যাচ্ছিলেন, তখন ওই অফিসার তাকে বাধা দেন।
CISF কর্মকর্তার এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছিল। সম্প্রতি অন্য একটি সূত্র মারফত জানা গেছে CISF এর আরেক অফিসার জানিয়েছেন সালমানকে থামানো এই অফিসারের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে যাতে সে মিডিয়ার সাথে কথা বলতে না পারে।
CISF এ ধরনের কোনো খবর অস্বীকার করেছে। CISF এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল টুইট করেছে, 'এই টুইটে দেওয়া তথ্য মিথ্যা এবং ভিত্তিহীন। সঠিক তথ্য হলো সংশ্লিষ্ট অফিসার তার দায়িত্বের সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন।"
এক টুইটার ইউজারকে পাল্টা টুইট করে জানিয়েছে, “খবর অসত্য। ওই অফিসারকে তার অননুকরণীয় পেশাদারিত্বের জন্য যথাযথভাবে পুরস্কৃত করা হয়েছে।”
এই ভিডিওটি প্রকাশিত হয়েছিল যখন সালমান খান তার পরবর্তী ছবি 'টাইগার 3' এর শুটিংয়ের জন্য ২০ আগস্ট রাশিয়া যাচ্ছিলেন।
'টাইগার ৩' পরিচালনা করছেন অমিত শর্মা। এর আগে 'এক থা টাইগার' পরিচালনা করেছিলেন কবির খান এবং 'টাইগার জিন্দা হ্যায়' পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর।
CISF এ ধরনের কোনো খবর অস্বীকার করেছে। CISF এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল টুইট করেছে, 'এই টুইটে দেওয়া তথ্য মিথ্যা এবং ভিত্তিহীন। সঠিক তথ্য হলো সংশ্লিষ্ট অফিসার তার দায়িত্বের সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন।"
এক টুইটার ইউজারকে পাল্টা টুইট করে জানিয়েছে, “খবর অসত্য। ওই অফিসারকে তার অননুকরণীয় পেশাদারিত্বের জন্য যথাযথভাবে পুরস্কৃত করা হয়েছে।”
এই ভিডিওটি প্রকাশিত হয়েছিল যখন সালমান খান তার পরবর্তী ছবি 'টাইগার 3' এর শুটিংয়ের জন্য ২০ আগস্ট রাশিয়া যাচ্ছিলেন।
'টাইগার ৩' পরিচালনা করছেন অমিত শর্মা। এর আগে 'এক থা টাইগার' পরিচালনা করেছিলেন কবির খান এবং 'টাইগার জিন্দা হ্যায়' পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.