ভােপাল: স্ত্রী অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে, কেবলমাত্র এই সন্দেহের জেরেই স্ত্রীকে উচিত শিক্ষা দিতে স্ত্রীর যৌনদ্বারই সেলাই করে দিলেন অভিযুক্ত স্বামী।
এমনই হারহিম করার মত ঘটনাটি ঘটেছে গত ২৪ আগস্ট মধ্যপ্রদেশের সিঙ্গরাউলি জেলার রাইলা গ্রামে। ওই ব্যক্তির সন্দেহ, তিনি যখন বাড়িতে থাকেন না, সেই সময় স্ত্রী অন্য কারও সঙ্গে মেলামেশা করেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ তাঁর। যদিও তার কাছে এ বিষয়ে কোনও প্রমাণ ছিল না। কেবলমাত্র সন্দেহের বশে ও রাগেই তিনি তার স্ত্রীর যৌনাঙ্গ সেলাই করে দেন তিনি।
স্বভাবত কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তাঁকে সিঙ্গরাউলির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে।
এ দিকে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়। ওই মহিলার বয়ান নেওয়ার পরই তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার অনিল সােনকর জানিয়েছেন অভিযুক্ত একজন হাতুড়ে চিকিৎসক। অত্যাচারিত মহিলার বয়স ৫২ বছর। তাঁর স্বামীর বয়স ৫৫ বছর। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করতে যায়। কিন্তু স্ত্রী আবেদন জানান, তাঁর স্বামীকে যেন গ্রেফতার না করা হয়, যেন ছেড়ে দেওয়া হয় সামান্য ভয় দেখিয়েই।
জানা গিয়েছে, পুলিশে অভিযােগ দায়ের হওয়ার খবর পেয়েই অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক পালিয়ে যায়। তবে তাঁর খোঁজ করছে পুলিশ।
ওই দম্পতির সন্তান-সন্ততিরা বিবাহিত। চলতি বছরে উত্তরপ্রদেশে একই ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেখানে জনৈক ব্যক্তি তাঁর স্ত্রীর সাথে অন্য কারোর অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহে অ্যালুমিনিয়ামের সুতাে দিয়ে তার স্ত্রীর যৌনাঙ্গ সেলাই করে দিয়েছিলেন।
ওই ব্যক্তি রামপুর জেলার বাসিন্দা। তিনি গাড়িচালকের কাজ করেন। স্ত্রীকে সতীত্বের পরীক্ষাও দিতে বলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.