মালদা: ভুয়াে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে টাকা ও মােবাইল কেড়ে নেওয়ার অভিযােগ উঠল মালদার এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে।
পরিযায়ী শ্রমিকদের অভিযােগের ভিত্তিতে শনিবার রাতে মালদার যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার ধৃত ওই যুব তৃণমূল নেতাকে মালদা আদালতে পেশ করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। যদিও ওই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক মামলা দায়ের রয়েছে বলে সংশ্লিষ্ট থানায় জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা যুব ওই তৃণমূল নেতার নাম প্রিয়ারঘাে সাহা ওরফে আকাশ সাহা (২৮)। তিনি মালদা শহরের ২ নম্বর গভর্মেন্ট কলােনি এলাকায় বাসিন্দা। আকাশ সাহা জেলা যুব তৃণমূল নেতা হিসেবে খুব পরিচিত মুখ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ব্যাঙ্গালুরু থেকে কাজ করে পাঁচজন পরিযায়ী শ্রমিক মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয়। ওই পাঁচজন পরিযায়ী শ্রমিক উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা।
ওই পাঁচজন পরিযায়ী শ্রমিক মালদা টাউন স্টেশন থেকে পায়ে হেঁটেই গাড়ি ধরার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন।সেই সময় মােটর বাইকে চেপে ওই যুব তৃণমূল নেতা ও তার সঙ্গীরা লাঠি নিয়ে তাদের পথ আটকায়।
Read more: মারধর করে বৃদ্ধা আদিবাসী মহিলার অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা তুলে নেওয়ার অভিযােগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনার তীব্র সমালােচনা বিজেপির।
এরপর তারা ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ওই পাঁচ জন পরিযায়ী শ্রমিকদের মােবাইল এবং নগদ কিছু টাকা ছিনতাই করে বলে অভিযােগ। কিন্তু তাদের -কে থানায় না গিয়ে রাস্তাতেই ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই ওই চারজন পরিযায়ী শ্রমিক ইংরেজবাজার থানায় পুলিশের সাথে যােগাযােগ করে।
পুরাে ঘটনার ব্যাপারে লিখিত অভিযােগ দায়ের করা হয়। কিন্তু অভিযােগকারী পরিযায়ী শ্রমিকেরা অভিযুক্তদের চিনতেন না। কিন্তু রাতেই পুলিশ অভিযােগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করে। এরপর বিভিন্ন সূত্র ধরে আকাশ সাহা নামে যুব তৃণমূলের ওই নেতাটাকে মালদা শহরের গৌড়রােড এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, অভিযােগকারী ওই পাঁচজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য অনুযায়ী ধৃত ওই যুবককে প্রাথমিকভাবে চিহ্নিত করি। এরপর বিভিন্ন সূত্র ধরে শুরু হয় তদন্ত।
শনিবার গভীর রাতে গৌড়রােড এলাকা দিয়ে অভিযুক্ত ওই যুবক চার চাকার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনা সামনে চলে আসে।
রীতিমতাে শাসকদলের নাম করে যুব তৃণমূলের ওই নেতা পুলিশকে হুমকি পর্যন্ত দেয় বলে অভিযােগ।কিন্তু অভিযােগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ধৃত ওই যুব তৃণমূল নেতার এক সঙ্গী আনসার শেখ সেখান থেকে পালাতে সক্ষম হয় বলে অভিযােগ।
ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, অভিযােগকারী ওই পরিযায়ী শ্রমিকদের বক্তব্য মতােই ঘটনার তদন্ত শুরু করা হয়। ইংরেজবাজার থানার দু'জন পুলিশ অফিসারের নাম করেই ভুয়াে পরিচয় দিয়েই আকাশ এবং তার এক সঙ্গী আনসার শেখ ওই পাঁচ জন পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে মােবাইল ও টাকা ছিনতাই করেছে বলে অভিযােগ।
এদিকে পুরাে বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি গােবিন্দ চন্দ্র মণ্ডল জানিয়েছেন, এদিনের ঘটনাই প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যেই কি ভাবে ভুয়াে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে অপরাধমূলক কাজ ঘটানাে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে পুলিশ ধৃত ওই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেই সেই দাবি করা হয়েছে।
এরপর তারা ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ওই পাঁচ জন পরিযায়ী শ্রমিকদের মােবাইল এবং নগদ কিছু টাকা ছিনতাই করে বলে অভিযােগ। কিন্তু তাদের -কে থানায় না গিয়ে রাস্তাতেই ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই ওই চারজন পরিযায়ী শ্রমিক ইংরেজবাজার থানায় পুলিশের সাথে যােগাযােগ করে।
পুরাে ঘটনার ব্যাপারে লিখিত অভিযােগ দায়ের করা হয়। কিন্তু অভিযােগকারী পরিযায়ী শ্রমিকেরা অভিযুক্তদের চিনতেন না। কিন্তু রাতেই পুলিশ অভিযােগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করে। এরপর বিভিন্ন সূত্র ধরে আকাশ সাহা নামে যুব তৃণমূলের ওই নেতাটাকে মালদা শহরের গৌড়রােড এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, অভিযােগকারী ওই পাঁচজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য অনুযায়ী ধৃত ওই যুবককে প্রাথমিকভাবে চিহ্নিত করি। এরপর বিভিন্ন সূত্র ধরে শুরু হয় তদন্ত।
শনিবার গভীর রাতে গৌড়রােড এলাকা দিয়ে অভিযুক্ত ওই যুবক চার চাকার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনা সামনে চলে আসে।
রীতিমতাে শাসকদলের নাম করে যুব তৃণমূলের ওই নেতা পুলিশকে হুমকি পর্যন্ত দেয় বলে অভিযােগ।কিন্তু অভিযােগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ধৃত ওই যুব তৃণমূল নেতার এক সঙ্গী আনসার শেখ সেখান থেকে পালাতে সক্ষম হয় বলে অভিযােগ।
ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন, অভিযােগকারী ওই পরিযায়ী শ্রমিকদের বক্তব্য মতােই ঘটনার তদন্ত শুরু করা হয়। ইংরেজবাজার থানার দু'জন পুলিশ অফিসারের নাম করেই ভুয়াে পরিচয় দিয়েই আকাশ এবং তার এক সঙ্গী আনসার শেখ ওই পাঁচ জন পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে মােবাইল ও টাকা ছিনতাই করেছে বলে অভিযােগ।
এদিকে পুরাে বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি গােবিন্দ চন্দ্র মণ্ডল জানিয়েছেন, এদিনের ঘটনাই প্রমাণ হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যেই কি ভাবে ভুয়াে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে অপরাধমূলক কাজ ঘটানাে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপারে পুলিশ ধৃত ওই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেই সেই দাবি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.