ডায়মন্ড হারবার: ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি এবং আর্থিক তছরূপের অভিযােগ উঠল তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান এবং প্রধানের স্বামীর বিরুদ্ধে।
শনিবার সকালে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবেরা বিবির স্বামী মনসুর দপ্তরি এবং উপপ্রধান হাসানুজ্জামান মােল্লাকে গ্রেফতার করা হয়।শনিবার দুপুরে তাঁদের আদালতে পেশ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দু’জনের বিরুদ্ধে পাতড়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের টাকা উধাও ছাড়াও একাধিক দুর্নীতির অভিযােগ রয়েছে। সম্প্রতি সেই অভিযােগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযােগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবারের মহকুমা পুলিশ আধিকারিক মিতুন দে বলেছেন, ‘ধৃতদের বিরুদ্ধে সাধারণ মানুষই বহুবার অভিযােগ জানিয়েছিলেন। দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। শুক্রবার থেকেই এলাকায় বিষয়টি নিয়ে শােরগােল পড়ে যায়।
দুর্নীতির অভিযােগ প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারের তৃনমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে পাতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে পদত্যাগ করানাে হয়েছে।
তৃণমূলের ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন, ‘তৃণমূল দুর্নীতিকে কোনও ভাবেই সমর্থন করে না। যাঁরা এ সব করে দলকে কালিমালিপ্ত করছেন, তৃণমূলে তাঁদের জায়গা নেই। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। অপরাধ করলে সাজা পেতেই হবে।
এ নিয়ে ডায়মণ্ডহারবার থানার পুলিশের দাবী ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১২০ বি-র ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় বিজেপি (BJP)-র ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবাংশু পণ্ডা বলেছেন, শাসক শ্রেণির কাছ থেকে এই ধরনের আচরণ মোটেই কাম্য নয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছে বিজেপি শিবির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.