নয়াদিল্লি: ব্রিটিশ আমলের গােপন সুড়ঙ্গের সন্ধান মিলল খোদ রাজধানীতে।
ওই সুড়ঙ্গ দিয়ে দিল্লি বিধানসভা ভবন থেকে লালকেল্লা পর্যন্ত যাওয়া যায়। মনে করা হচ্ছে জেলবন্দি বিপ্লবীদের ওই পথ দিয়ে বিচারের জন্য নিয়ে আসা হত।
দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গােয়েল (Ram Niwas Goel) সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, “আমি যখন ১৯৯৩ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলাম সেই সময় থেকেই শুনে এসেছি, এখানে একটা সুড়ঙ্গ ছিল, যেটা লালকেল্লা পর্যন্ত বিস্তৃত। আমি তখন থেকে এই ইতিহাসকে খোঁজার চেষ্টা করছি। কিন্তু স্পষ্ট করে কিছু জানতে পারিনি। এতদিনে আমরা সেই সুড়ঙ্গের মুখ খুঁজে পেয়েছি । তবে এটা আর খুঁড়ে দেখা হচ্ছে না। কেননা মেট্রো ও পয়ঃপ্রণালীর কাজ হওয়ার দরুন সুড়ঙ্গের ভিতরের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা এটা নতুন করে সাজিয়ে তুলব। আশা করি আগামী বছরের ১৫ আগস্টের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপর এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।”
ভারতের রাজধানীকে কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে আসা হয় ১৯১২ সালে।তখন এটি প্রধান প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা হত পরে ১৯২৬ সালে এটিকে আদালত হিসাবে ব্যবহার করা শুরু হয়। সেই সময় ওই পথ দিয়েই বিপ্লবীদের বন্দি অবস্থায় আদালতে নিয়ে আসা হত যাতে তাঁরা পালিয়ে না যেতে পারেন কিংবা কোনও রকম প্রতিরােধ তৈরি করতে না পারেন সেই কারণেই ওই সুড়ঙ্গের পরিকল্পনা।
গােয়েল জানান দিল্লি বিধানসভা ভবনে একটি ফাঁসিকক্ষ রয়েছে, তবে সেটি কখনও খােলা হয়নি। সেই কক্ষকে তিনি স্বাধীনতা যােদ্ধাদের শ্রদ্ধা জানাতে তাদের স্মৃতিসৌধে পরিণত করতে চাইছেন।
গােয়েলের কথায়, “আমরা চেষ্টা করছি এই স্থানকে নতুন করে গড়ে তুলতে। যাতে পর্যটকরা এখানে এলে ইতিহাসের স্বাদ পেতে পারেন। তিনি জানান এই সুড়ঙ্গের ভিতরে একটি স্মারক তৈরি করারও পরিকল্পনা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.