২০২১ এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।
অবশেষে চার মাস পর সেই পরাজয় নিয়ে ফেসবুকে মুখ খুললেন তিনি। এতদিন পর তাঁর অভিযােগ, গণনাকেন্দ্রে কারচুপি হয়েছিল। এমনটাই তিনি ফেসবুক পােস্টে বােঝাতে চেয়েছেন।
বাবুল সুপ্রিয় ফেসবুক পােস্টে লিখেছেন, টালিগঞ্জকে কোনও -ভাবেই দোষ দেবেন না। আমি কোনওভাবেই মনে করি না তারা আমাকে ৫০ হাজার ভােটে হারানাের জন্য ভােট দিয়েছেন।
ওখানে মানুষ আমাকে প্রচুর ভােট দিয়েছেন। কিন্তু ভােট গণনাটা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি। ওরা ওদের সবটুকু দিয়েছে কিন্তু শাসক দলের এক্সপিরিয়েন্সড গণনা স্পেশালিস্টদের সঙ্গে গণনা কেন্দ্রের ঘরগুলির ভেতরে মােকাবিলা করতে পারেনি।
রাজনীতি ছাড়ার পর হার নিয়ে কাটাছেড়া কেন? বাবুল লিখেছেন, রাজনীতি পরবর্তী জীবনে প্রবেশ করার পথে মােট পাঁচটি বিষয় নিয়ে লিখবেন বলে ঠিক করেছিলেন। চারটি বিষয় নিয়ে ইতিমধ্যেই লিখেছেন। পাঁচ নম্বর বিষয়
‘টালিগঞ্জ’ নিয়ে একদম শেষে লিখবেন ভেবেছিলেন তিনি। এটাই তার শেষ পর্ব। ফেসবুকে মন্তব্য বাবুল সুপ্রিয়র। নরেন্দ্র মােদির সম্প্রসারিত নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি বাবুলের। এরপরই রাজনীতি ছেড়েছেন তিনি।
রাজনীতি ছাড়ার পর হার নিয়ে কাটাছেড়া কেন? বাবুল লিখেছেন, রাজনীতি পরবর্তী জীবনে প্রবেশ করার পথে মােট পাঁচটি বিষয় নিয়ে লিখবেন বলে ঠিক করেছিলেন। চারটি বিষয় নিয়ে ইতিমধ্যেই লিখেছেন। পাঁচ নম্বর বিষয়
‘টালিগঞ্জ’ নিয়ে একদম শেষে লিখবেন ভেবেছিলেন তিনি। এটাই তার শেষ পর্ব। ফেসবুকে মন্তব্য বাবুল সুপ্রিয়র। নরেন্দ্র মােদির সম্প্রসারিত নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি বাবুলের। এরপরই রাজনীতি ছেড়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.