কাশ্মীরকে মুক্ত করতে হবে’, কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাকে হুমকি আল কায়েদা প্রধানের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

কাশ্মীরকে মুক্ত করতে হবে’, কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাকে হুমকি আল কায়েদা প্রধানের।

নয়াদিল্লি: আফগানিস্তান বিজয়ে তালিবানকে শুভেচ্ছা বার্তা আল কায়েদার।

Al Qaeda chief threat on kashmir

এই বার্তার পাশাপাশি ভারতের ওপর চাপ বাড়িয়ে জঙ্গি সংগঠন কাশ্মীর নিয়ে ভারতীয় সেনাকে আল কায়েদা (Al Qaeda) প্রধানের হুমকি, এবার ‘স্বাধীন কাশ্মীরের জন্য ঝাঁপাবে তারা।


বিশ্বের সমস্ত ইসলাম মাটিকে তাদের শত্রু'র হাত থেকেই মুক্ত করা হবে তাদের একমাত্র লক্ষ্য। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই মঙ্গলবার ‘স্বাধীনতা' ঘােষণা করেছে তালিবান। তালিবানের এই বিজয়ে যে ভাবে উচ্ছ্বাস প্রকাশ করে কাশ্মীর ‘মুক্তি'র ডাক দিয়েছে Al Qaeda, তাতে উদ্বেগ যথেষ্ট বেড়েছে ভারতের।

গত কয়েকদিন ধরেই বিশেষজ্ঞদের দাবি, আফগানিস্তানে তালিবান দখলের পর থেকেই উপত্যকায় ধীরে ধীরে বাড়ছে জঙ্গি তৎপরতা। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি জঙ্গি হামলা খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে নাশকতা সফল করতে অতিসক্রিয় হয়েছে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba)।


কয়েকদিন আগে তালিবানের শীর্ষনেতার সঙ্গে বৈঠক সেরে কাশ্মীরের ‘স্বাধীনতা প্রসঙ্গে সওয়াল করেছে জঙ্গি নেতা মাসুদ আজাহার। এ বার কাশ্মীর নিয়ে আল কায়দার তৎপরতা ভারতের উদ্বেগ আরও বাড়াল।

বুধবার ইসলাম ভূমিকে মুক্তির ডাক দিয়ে আল কায়দা একটি বিবৃতিও জারি করেছে। সেখানে বলা হয়েছে, লেভান্ত, সােমালিয়া, ইয়েমেন, কাশ্মীর এবং বাকি ইসলাম ভূমিকে শত্রুর হাত থেকে আমাদের রক্ষা করতে হবে।'

আমেরিকাকে আক্রমণ করে ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘যারা অপমান করেছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় ফের আফগানিস্তানকে মুক্তির স্বাদ দিয়েছে। আর এটা প্রমাণ করছে যে জয়ের একমাত্র রাস্তা জিহাদ।' আফগানিস্তানে নিজেদের ভাবমূর্তি উদ্ধারে এখন মরিয়া তালিবান।

কূটনৈতিক মহলের দাবি, সেই সময় তালিবানের জয়ে প্রশংসা করে আল কায়দার এমন ডাক তালিবানের
ভাবমূর্তিকে যথেষ্ট ধাক্কা দিল।

প্রশ্নও উঠছে, তালিবান যতই মুখে আল কায়েদার সঙ্গে দূরত্ব রাখার কথা বলুক, দুই গােষ্ঠীর মধ্যে যে ঘনিষ্ঠ যােগ বজায় রয়েছে এখনও সেটা প্রকাশ্যে চলে এল। এছাড়া রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যে রিপাের্ট প্রকাশ করেছে সেখানেও এই দুই গােষ্ঠীর মধ্যে যে ঘনিষ্ঠতা কমেছে তার কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে নাম রয়েছে ওয়ান্টেড তালিকায়,গােপনে যােগ রাখছিল আইএসআইএস (ISIS) জঙ্গিদের সঙ্গেও, গােয়েন্দা সূত্রে দাবি এমনই ২৫ জন ভারতীয় আফগানিস্তানে লুকিয়ে রয়েছে।

গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, “২৫ ভারতীয় আফগানিস্তান-র কোথায় লুকিয়ে রয়েছে, তা সঠিকভাবে জানা না গেলেও মনে করা করা হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে নানগড়কর অঞ্চলেই তারা গা ঢাকা দিয়ে আছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad