অবশেষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit cum Means Scholarship) -এ আবেদন শুরু হয়ে গেল।
গত মঙ্গলবার বিকাশ ভবনে আবেদনের পাের্টালটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। উচ্চমাধ্যমিকের পর থেকে স্নাতকোত্তর বা তার পরে কেউ গবেষণা করলেও এই মেধাবৃত্তির (Scholarship) জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারী পড়ুয়াকে svmcem স্কলারশিপের জন্য মাধ্যমিকে ৬০ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন www.svmcm.wbhed.gov.in পোর্টালে এদিন থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। যেকোনও সমস্যার জন্য ১৮০০১০২৮০১৪ এই
হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। মেল করা যাবে helpdesk.svmem- wb@gov.in এই আইডিতে।
কেরিয়ার গাইডেন্স-এ www.banglarshiksha.gov.in
পাের্টালটিও উদ্বোধন করেন ব্রাত্য। এছাড়াও শিক্ষামন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আরও দু'টি পাের্টাল যথাক্রমে www.banglaruchchashiksha.wb.gov.in ও ww.wbsccw.wb.gov.in এর উদ্বোধন করেন ।
তিনি জানিয়েছেন, ১৬ নভেম্বর পর্যন্ত ১ লক্ষ ৭ হাজার ২৯
জন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৬১২ জনের কার্ড মঞ্জুর করেছে ব্যাঙ্ক। ব্যাঙ্কে ৩১ হাজার ৯ টি আবেদন অমীমাংসিত রয়েছে।
করােনা সতর্কতায় দীর্ঘদিন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর পুনরায় খােলার প্রথম দিনে তার প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “২৫টি জেলা থেকে যেমনটা জানা গেছে তার ভিত্তিতে সাফল্য পাওয়া গেছে, এমনটা না বলা গেলেও অনেকটাই সন্তোষজনক।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.