বাংলাদেশে আবারও হিংসার ষড়যন্ত্র ! মন্দিরে কোরান রাখতে এসে হাতেনাতে ধরা পড়ল এক মুসলিম যুবক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বাংলাদেশে আবারও হিংসার ষড়যন্ত্র ! মন্দিরে কোরান রাখতে এসে হাতেনাতে ধরা পড়ল এক মুসলিম যুবক।

হবিগঞ্জ : এলাকার স্থানীয় হিন্দুরা সজাগ থাকায় আবারও এক সাম্প্রদায়িক হিংসা থেকে রক্ষা পেল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা।

Muslim man caught again for keeping quran in temple

একই ছকে কুমিল্লার মত মন্দিরে কোরান রাখতে এসে হাতেনাতে ধরা পড়ল এক মুসলিম যুবক। গত শুক্রবার বাংলাদেশের হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অবস্থিত এক মন্দিরে কোরআন রাখতে এসে হাতেনাতে ধরা পড়ে পঁচিশ বছর বয়সী এক মুসলিম যুবক। স্থানীয় হিন্দুরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।


এ বছর দুর্গাপুজোর সময় পুজো মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরান রেখে এসে সেই দোষ সংখ্যালঘু হিন্দুদের ওপর চাপানাের ষড়যন্ত্র করেছিল বাংলাদেশে। তখন বাংলাদেশের বহু হিন্দু ও হিন্দু ধর্মীয় সংগঠন আক্রান্ত হয়েছিল। সেই হামলার উদ্দেশ্যেই আবারও কুমিল্লার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে।

এবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জে। জানা গিয়েছে, কুমিল্লার মত একই ছকে হবিগঞ্জ শহরের ৫০ বছরের পুরানাে চৌধুরি বাজার সার্বজনীন পূজা মন্ডপে কোরান রেখে আসার ষড়যন্ত্র করেছিল পঁচিশ বছর বয়সী এক মুসলিম যুবক। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা গিয়েছে ,তার বাড়ি হবিগঞ্জ জেলায় চৌধুরি বাজার এলাকায়। যুবকের নাম মিজান।

স্থানীয় বাসিন্দারা বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানান, দুপুরে এক সন্দেহভাজন যুবককে মন্দিরের আশেপাশে সন্দেহ-জনকভাবে ঘােরাঘুরি দেখেন তাঁরা। এরপরই স্থানীয় যুবকরা তার ওপর নজরে রাখছিলেন। অভিযুক্ত যুবক হাতে একটি ব্যাগ নিয়ে যখনই মন্দিরে ঢােকার চেষ্টা করে, তখনই তাকে ধরে ফেলে স্থানীয়রা বাসিন্দারা।অভিযুক্ত মিজানের ব্যাগ তল্লাশি করে একটি কোরান খুঁজে পাওয়া যায়।

জানা যায়, অভিযুক্ত মিজান নােয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লুয়াইতপুর গ্রামের বাসিন্দা। চৌধুরি বাজারে প্রায় ৭০ শতাংশ হিন্দু ব্যবসায়ী। স্থানীয় হিন্দুদের সচেতনের জন্য আজকে আরেকটি বিপদ থেকে রক্ষা পেলাে হবিগঞ্জ সকল হিন্দুরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad