Gautam Gambhir : গৌতম গম্ভীরকে ISIS-কাশ্মীরের খুনের হুমকি মেল। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

Gautam Gambhir : গৌতম গম্ভীরকে ISIS-কাশ্মীরের খুনের হুমকি মেল। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের।

Isis kashmir threat mail to gautam gambhir


নয়াদিল্পি :
বিজেপি সাংসদ ও ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও তাঁর পরিবারকে ২৪ ঘন্টার ব্যবধানে পরপর দুটি হুমকি খুনের হুমকি মেল।


মঙ্গলবার দিল্লি পুলিশের কাছে সরকারি এ নিয়ে লিখিত অভিযােগ জমা পড়েছে। প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ
জানিয়েছে, খুনের হুমকি দিয়ে মেল পাঠিয়েছে আইএসআইএস কাশ্মীর (ISIS Kashmir) নামের এক আতঙ্কবাদী সংগঠন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার প্রথম হুমকি মেল আসে রাত সাড়ে ৯ টা নাগাদ। ISIS- কাশ্মীর এই আইডি থেকে বিজেপি সাংসদকে খুনের হুমকি দিয়ে এই মেল পাঠানাে হয়, তাতে লেখা, "তোমাকে মেরে ফেলতে আমাদের ইচ্ছা করছে। যদি নিজেকে ভালবাসো এবং পরিবারকে ভালবাসো, তাহলে রাজনীতি এবং কাশ্মীর থেকে দূরে থাক।"

মঙ্গলবার এই মেল পাওয়ার পর বুধবার পূর্ব দিল্লির বিজেপি সাংসদের আপ্তসহায়ক গৌরব অরােরা স্থানীয় রাজেন্দ্রনগর থানায় অভিযােগ দায়ের করেন। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার শ্বেতা চৌহান বলেন, “আমরা অভিযােগ খতিয়ে দেখছি । প্রাথমিক ভাবে বাড়ানাে হচ্ছে সাংসদের বাড়ির নিরাপত্তা।"

পুলিশের এই তৎপরতার মধ্যে এদিন সন্ধ্যায় খুনের হুমকি দিয়ে আরও একটি মেল আসে ওই একই ই-মেল আইডি থেকে। এবার খুনের হুমকির সঙ্গে অ্যাটাচমেন্টে পাঠানাে হয় গৌতম গম্ভীরের বাড়ির সামনের ভিডিও।

সম্প্রতি কাশ্মীর প্রশ্নে একাধিবার মুখ খুলেছিলেন।বিজেপির এই সাংসদ। সওয়াল করেছিলেন এতদিন বিশেষ মর্যাদার নামে কাশ্মীরের উন্নয়নকে গলা টিপে মেরে ফেলা হয়েছিল। নানা সময়ে কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দলগুলিরও সমালােচনা করেন গম্ভীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad