বেফাঁস তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিতর্কিত অডিও টেপ। অস্বস্তিতে তৃণমূল। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

বেফাঁস তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিতর্কিত অডিও টেপ। অস্বস্তিতে তৃণমূল।

তারকেশ্বর : একটি অডিয়াে টেপ! যা বেজায় অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

Controversial audio tape of tmc mla Ramendu Singha Roy

অস্বস্তিতে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ও। বলা হচ্ছে অভিয়াে টেপের গলাটি রামেন্দু সিংহ রায়ের। যেখানে তিনি দলের নেতাদের সম্পর্কে অনেক কথা বলেছেন যা মােটেই সেইসব নেতাদের যাঁদের সম্পর্কে তিনি বলছেন তাঁদের অখুশি করবে।


এ নিয়ে মুখ খােলেননি তৃনমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় (Ramendu Singha Roy)। বিজেপি (BJP) অবশ্য এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। বিজেপির বক্তব্য, বিধায়কের কথাতেই পরিষ্কার, তৃণমূল (TMC) দলটা কতটা দুর্নীতিগ্রস্ত।

কী আছে সেই অডিয়াে টেপে?

 
পুরুষ কণ্ঠে একজন বলছেন, তারকেশ্বরে তৃণমূলের পুরপ্রধান স্বপন সামন্ত ও উপ পুরপ্রধান উত্তম কুণ্ডু দুর্নীতিগ্রস্ত। লােকে এদের নামে রাস্তায় থুথু ফেলে। এখানেই শেষ নয়, আরও বলা হয়েছে, ‘২০১১ সালে মুকুল রায় আমাকে ভােটে টিকিট দিতে টাকা চেয়েছিলেন। আমি রাজি তখন হইনি। আমার টাকা এবং ক্ষমতার বলে তারকেশ্বর পুরসভা দখল করেছে তৃণমূল।

লােকসভা ভােট নিয়েও বলা হচ্ছে, লােকসভা ভােটে আরামবাগের তৃণমূল প্রার্থী অপরূপা পােদ্দার (Aparupa Poddar) পিছিয়ে ছিলেন। তখন ইভিএম (EVM) খারাপ হয়ে পড়েছিল। ভিভিপ্যাট গুনিয়ে আমিই জিতিয়েছি সাংসদ অপরূপা পােদ্দারকে।

বলা হচ্ছে, এই পুরুষ কণ্ঠটি তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের। এ দিন এই টেপ ভাইরাল হতেই যথেষ্ট শােরগােল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে।

হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘অডিয়াে টেপটা শুনেছি। যদি সত্যিই হয়, তা হলে রামেন্দু সিংহ ব্যক্তিগত স্তরে কারও সঙ্গে কথা বলছিলেন। এর জবাব ওঁকেই দিতে হবে। এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি বিধায়ক রামেন্দু সিংহ রায়।

তারকেশ্বর পুরসভার প্রশাসক স্বপন সামন্ত বলেন, ‘অডিয়াে ক্লিপ সম্বন্ধে আমার কিছু জানা নেই। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন,আমরা আগেই অভিযােগ করেছিলাম লােকসভা নিবার্চনে আরামবাগে অনেক ইভিএম গােনা হয়নি।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad