বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা রবিবার শাসকদল তৃণমূলে যোগ দিচ্ছেন। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা রবিবার শাসকদল তৃণমূলে যোগ দিচ্ছেন।

বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকা তৃনমূলে

রাজ্য সরকারের তীব্র আন্দোলনের পর এবার তাঁরাই শাসক দল তৃণমূলে নাম লেখাতে চলেছেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর, রবিবার ডায়মন্ড হারবার শহরের রবীন্দ্র ভবনে তৃণমূলের বিজয়া সম্মেলন এবং কর্মী সভায় ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর লক্ষাধিক সদস্য তৃণমূলে যােগ দিতে যাচ্ছেন।


আগামিকাল রবিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) -র সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে তৃণমূল নেতৃত্নের হাত থেকে তৃনমূল-র পতাকা গ্রহণ করবেন মঞ্চের সদস্যরা।

বৃহস্পতিবার মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেছেন, “মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। তার পাশে থাকতেই আমরা তৃণমূলে যােগ দিচ্ছি।” বিষপান করে আত্ম-হত্যার চেষ্টা করা শিক্ষিকাদের মধ্যে অন্যতম সংগঠনের সভাপতি ছবি চাকী দাসহাজরা জানিয়েছেন, “সরকার আমাদের সঙ্গে আলােচনায় বসতে চাইছে। সরকারের প্রতি আস্থা রেখে আমরা রাজ্যের শাসকদলে যােগ দিচ্ছি।”

Read more : বদলির প্রতিবাদে বিকাশভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সূত্রপাত গত ১৮ আগস্ট। শিশুশিক্ষা কেন্দ্রের ৫ শিক্ষিকাকে বাড়ি থেকে অনেক দূরে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুলশিক্ষা দফতর শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের উত্তরবঙ্গে বদলি করে। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।


বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। গত ২৪ আগস্ট ছিল আন্দোলনরত পাঁচ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক সকলকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।

তিন বছর ধরে আন্দোলন করা মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। তার পাশে থাকতেই আমরা তৃণমূলে যােগ দিচ্ছি।”

তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এ বিষয়ে জানিয়েছেন, শিক্ষকরা জাতীয় শিক্ষানীতি এবং গৈরিক সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলে যােগ দিয়েছেন। আগামী দিন তৃণমূলের পতাকা ধরেই তাঁরা লড়াই করবেন।

Read more: বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। ওঁরা বিজেপির ক্যাডার বললেন ব্রাত্য বসু।

বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতােরও শুরু হয়েছিল।
শিক্ষিকাদের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরও কেন সিদ্ধান্ত বদল করছে মঞ্চ। ওই পাঁচ শিক্ষিকারও শাসকদলে নাম লেখানাের নেপথ্যে কী রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এই যােগদানের খবরে কার্যত স্তম্ভিত বিরােধীরা।বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটুর কথায়, ‘আমি অবাক হয়েছি। তবে রাজ্য সরকারের ক্ষমতার কাছে কার্যত নতিস্বীকার করলেন আন্দোলনকারী শিক্ষকরা। এক প্রকার চাপে পড়েই তাঁরা চাকরি বাঁচাতে তৃণমূলে যোগদান করছেন। শিক্ষকরা কেউই স্ব-ইচ্ছায় তৃণমূলে যােগ দেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad