দুবরাজপুর থানা অন্তর্গত ফকিরবেড়া গ্রামের ধানক্ষেতের কাছে তৃণমূল কর্মী শেখ হাসিবুল রহমান ওরফে সেখ কাজলের পাম্প ঘর থেকে উদ্ধার হলাে ১০০ টি তাজা বােমা।
অভিযুক্ত তৃণমূল কর্মী শেখ হাসিবুল রহমান পেশায় একজন মাছ ব্যবসায়ী। গােপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুর দুটো নাগাদ দুবরাজপুর থানার পুলিশ ধানক্ষেতের পাম্প ঘরের তালা ভেঙে উদ্ধার করে এই বােমা গুলি। এরপর খবর দেওয়া হয় বােম স্কোয়াডকে। বােম স্কোয়াডের টিম বােম গুলি উদ্ধার করে নিয়ে মাঠের ১০০ মিটার দূরে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেন।
সাবমারসিবল পাম্প ঘরের মালিক শেখ হাসিবুল রহমানের অভিযােগ, সাবমারসিবল পাম্পটি চালানাে হয় না ঘরটি তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে।দুষ্কৃতীরা আমার তালা ভেঙে সেখানে বােম রেখে গিয়েছে। তবে এটা বিরােধী দল বিজেপির চক্রান্ত। তাকে ফাঁসাতেই নাকি বিজেপি (BJP) এমন কাজ করেছে বলে তার অভিযােগ। যদিও পুরাে ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি।
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, তৃণমূল কর্মীরা পুরভােটের কথা মাথায় রেখে বােমগুলি জমা করছিল, খবর পেয়ে পুলিশ উদ্ধার করায় তৃণমূল উল্টো সুর গাইছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.