গারলিক মানে আদা পাক মন্ত্রীর দাবীতে হাসির রোল নেট দুনিয়ায়। Viral video। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গারলিক মানে আদা পাক মন্ত্রীর দাবীতে হাসির রোল নেট দুনিয়ায়। Viral video।

ইসলামাবাদ : বেসামাল হলেন পাকিস্তানের মন্ত্রী।

Garlic is adrakh pakistani minister Fawad Chaudhury

ক্যামেরার সামনে সটান বলে ফেললেন ‘গারলিক’ (Garlic) মানে নাকি আদা (Ginger) অবশ্য নিজের ভুল পরে বুঝতে পেরে নিজের শুধরে নিয়ে ভ্রম সংশােধনও করে ফেলেন তিনি কিন্তু তাতে নেটিজেনদের হাসিতে গড়িয়ে পড়া থেকে আটকানাে যায়নি। ইতিমধ্যে পাক মন্ত্রীর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।


পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chaudhury)-র এই কীর্তি ইন্টারনেটে প্রথম তুলে ধরেন পাক সাংবাদিক নাইলা ইনায়ত (Naila Inayat) ক্যাপশনে লেখেন, গার্লিক নাকি আদা জানালেন তথ্যমন্ত্রী। রােজই কত কিছু নতুন জিনিস শেখা যায়।

এক সাংবাদিক সম্মেলনে মূল্যবৃদ্ধি নিয়ে বলতে গিয়ে বলেন, ‘পেঁয়াজ ও গারলিক অর্থাৎ আদরক গারলিককে কী যেন বলে, রসুন রসুন, না আদা। গারলিক তাে আদা, আদা গার্লিক তাে এই যে আদা, এর দাম কিন্তু কমেছে অনেকটাই কমেছে। ভিডিও প্রকাশ্যে আসার পরে হাসির রােল পড়ে যায় নেট দুনিয়ায়।

অনেকেই কটাক্ষের সুরে পাক মন্ত্রীর উদ্দেশ্যে টুইট করেছেন। একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘এতদিন জিঞ্জার গারলিক পেস্ট ব্যবহার করার সময় ভাবতাম। আদা-রসুন দুইই ব্যবহার করছি। এখন তাে দেখছি কেবল আদাই ব্যবহার করে এসেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad