Viral video সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচা বাদাম’ গানে ভাইরাল বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর, দেখুন ভিডিও। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Viral video সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচা বাদাম’ গানে ভাইরাল বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর, দেখুন ভিডিও।

বাদাম বিক্রেতার গাওয়া গান সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

Kacha badam song goes viral by Bhuban Badyakar

এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছে এখন মোবাইলে ফেসবুক ইউটিউব (YouTube) খুললেই বেজে উঠছে এই গান, কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তাঁর নাম ভূবন বাদ্যকর। তিনি বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের কুড়ালঘুড়ি গ্রামের বাসিন্দা।


তিনি একটি পুরোনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করে বেড়ান। এমনকি পাশের রাজ্য ঝাড়খন্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান। আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে।
 

শুধু গান শোনানো নয় গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। তিনি সিটিগোল্ডের চেন চুরি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাসের পালক মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। কিন্তু তিনি এইসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

তার গানটির কথা অনেকটা এরকম-

'হাতের বালা, পায়ের চুরি, সিটি গোল্ডের চেন

দিয়ে যাবেন। তাতে সমান সমান বাদাম পাবেন

বাদাম বাদাম দাদা বাদাম বাদাম,
আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।
আমার কাছে পাবে শুধু কাঁ-আ-চা বাদাম... '

সম্প্রতি এই বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের গাওয়া এই গান সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসছেন তার বাড়িতে ।

জীবিকার প্রয়োজনে জীবন যুদ্ধে অচেনা এই ফেরিওয়ালা গাইছেন এই গান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social media) বিশেষ করে টিকটকে অনেকেই বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে অদ্ভুত তালে গাইছে এই গান। যাদের কাছে হয়তো জীবনের মানেটা এই অচেনা ফেরিওয়ালার মতো কঠিন নয়।
Bhuban Badyakar

তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল তার গানটি বর্তমানে ভাইরাল হলেও তিনি কিন্তু গানটি চার মাস আগে গেয়েছিলেন। তার গানটি ভাইরাল হয় বাংলাদেশ থেকে। আর এই ধরনের ভিডিওগুলি সাধারণত ভাইরাল টিকটকের মাধ্যমে। ভারতে যেহেতু টিকটক ব্যান আছে তাই বাংলাদেশের টিকটকারদের মাধ্যমে গানটি প্রচুর ভাইরাল হয়। সেদিক থেকে অনেকের মনে হতে পারে তার বাড়ি বাংলাদেশে। এখন ভারতে ইউটুউবের মাধ্যমে প্রচুর ভাইরাল হচ্ছে গানটি ।

অনেকে এখনো আসতে চাইছেন। এককথায় রাতারাতি সেলিব্রিটি হওয়ার মতো বিষয়। কিন্তু তার তার রয়েছে একটি মাটির ঘরের বাড়ি তাও আবার ত্রিপল দেওয়া। বাড়িতে রয়েছেন স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad