বাংলার পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের শাড়ি পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

বাংলার পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের শাড়ি পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।

Pm Modi amazed at the ceation of bengali weaver Biren Kumar Basak


কৃষ্ণনগর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ভাষণের ছবি দেখেই মনে মনে ভাবনা এঁকে ফেলেছিলেন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাক


নিজের হাতে তৈরি জামদানিতে ফুটিয়ে তােলেন তাঁর সেই ভাবনা। তিনি সেই শিল্পকর্ম নিজের হাতে তুলে দেন প্রধান-মন্ত্রীর হাতে।

তাঁতশিল্পী বীরেন কুমার বসাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে যে শাড়িটি উপহার দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। আর ভাষণ শুনছেন সর্বধর্মের মানুষ।

আর সেই শাড়ি দেখে প্রধানমন্ত্রী উচ্ছাস প্রকাশ করে টুইট করেছেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেন কুমার বসাক একজন স্বনামধন্য তাঁতি। তিনি তাঁর শাড়িতে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। পদ্মপুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আমার কাছে এমন কিছু উপস্থাপন করেন, যা আমি খুব পছন্দ করি।

সত্তরের দশকে দাদা ‌ধীরেন কুমার বসাকের‌ হাত ধরে ট্রেনে চড়ে কলকাতায় শাড়ি বিক্রি করতে যেতেন তিনি। শহরের ওলি গলি বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করতেন। বীরেনের অধীনে এখন কাজ করেন প্রায় ৫ হাজার তাঁত শিল্পী।

অথচ, একটা সময় এমন ছিল যখন মাত্র ৮ জন কর্মী নিয়ে কাজ শুরু করেছিলেন তাঁতশিল্পী বীরেন কুমার বসাক। এখন তিনি ২৪ জন কর্মী এবং ৫ হাজার তাঁতশিল্পী নিয়ে কাজ করেন। যাঁদের মধ্যে দু’হাজার মহিলা শিল্পী রয়েছেন। তাঁদের স্বনির্ভর করে তোলাই বীরেনের লক্ষ্য। তাঁর কথায়, “এই তাঁত শিল্পীরা এখন উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। তাঁরা এখন স্বনির্ভর। আমার সম্মান তাঁদেরই প্রাপ্য। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”

দিল্লি থেকে ফিরে শনিবার তিনি বলেন, “উনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই এমন শাড়ি আমার তৈরি করা ছিল। ইচ্ছা ছিল, কোনও একদিন সেই শাড়ি আমি উনার হাতে তুলে দেব।” তিনি আগে তাঁতশিল্পী হিসাবে রাষ্ট্রপতি পুরস্কারও
পেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad