সিডনি : মােটরবাইক দুর্ঘটনার কবলে পড়লেন কিংবদন্তি প্রাক্তন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। ছেলে জ্যাকসনের সঙ্গে মােটরবাইক চালানোর সময় দুর্ঘটনার শিকার হন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে খবর, শেন ওয়ার্ন পড়ে যাওয়ার পর প্রায় পনেরাে মিটারের বেশি ছিটকে পড়েছিলেন।তবে তিনি কোনও বড় চোট আঘাত পাননি। সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার কারণে সােমবার হাসপাতালে গিয়েছিলেন ওয়ার্ন।
৫২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ওয়ার্ন কারও সাহায্য ছাড়াই হাসপাতালে পৌছেছিলেন। তাঁর মনে হয়েছিল, কোমর আর পায়ের হাড় হয়তাে ভেঙেছে, কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন যা ভেবেছিলেন আঘাতটা সে ধরনের গুরুতর কিছু নয়।
কিংবদন্তি এই প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “কিছুটা চোট লেগেছে। বেশ কয়েক জায়গা কেটে গিয়েছে ব্যাথাও অনুভব করছি।” তিনি আশঙ্কা করেছিলেন যে, তার পা এবং কোমরের হাড়ে হয়তো বড় আঘাত পেয়েছেন। তবে এখন অনেকটাই সুস্থ।
দুই বছর ধরে বাইক চালানাের অভ্যাস ওয়ার্নের থাকলেও নিয়মিত খুব একটা চালানাে হয় না। এখনও শিক্ষানবিশ লাইসেন্সের ওপরে উঠতে পারেননি। একটি ফ্যাক্টরির গেট থেকে বের হওয়ার পথে একটি ঢালু জায়গায় মােড় ঘুরতে গিয়েই এলােমেলাে করে ফেলেন ওয়ার্ন। তিনশো কেজি ওজনের বাইকটি তাঁর ওপরে পড়ে।
দুর্ঘটনার ব্যাপারটি নিজেই বর্ণনা করেছেন ওয়ার্ন, "আমি
মােটরবাইক চালাতে গিয়েছিলাম। বাইকটি চালানাের পর একটি ছাউনিতে তা রাখতে যাই। ফ্যাক্টরির গেটের মধ্যে ঢুকেই একটি ঢালু জায়গায় মােড় ঘুরতে গিয়ে পড়ে যাই।"
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টি টেস্ট খেলে ৭০৮ টি উইকেট সংগ্রহ তাঁর। অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি এই কিংবদন্তি ক্রিকেটার খেলা ছাড়ার পর ধারাভাষ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন।
আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গ্যাবায় শুরু হতে
যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও তাঁর ধারাভাষ্য দেওয়ার কথা। গত রবিবারের দুর্ঘটনা সেটি কিছুটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেও তিনি আশাবাদী যে তিনি
গ্যাবায় যেতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.