Nirmala Sitharaman: ‌বিদেশে পালানো বিজয় মালিয়া, নীরব মোদিদের মত ঋণখেলাপিদের সম্পত্তি বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

Nirmala Sitharaman: ‌বিদেশে পালানো বিজয় মালিয়া, নীরব মোদিদের মত ঋণখেলাপিদের সম্পত্তি বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা উদ্ধার, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

13000 crore recovered says Nirmala Sitharaman


নয়াদিল্লি :
বিজয় মালিয়া, নীরব মােদিদের মতাে ঋণ-খেলাপীদের বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে তা থেকে ১৩ হাজার ১০৯ কোটি টাকা উদ্ধার করেছে বিভিন্ন ব্যাঙ্ক।


সােমবার লােকসভায় এই তথ্য জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ক্ষমতায় আসার আগে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদেশ থেকে কালাে টাকা (Black Money) উদ্ধার। পরবর্তীতে অবশ্য এই সমস্যাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সামনে আসতে থেকে নতুন আরেক মাথাব্যথা।

একের পর এক ব্যাঙ্কের থেকে ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে বিদেশে চম্পট দিতে থাকেন বিজয় মালিয়া, মেহুল চোকসি নীরব মােদিদের মত বিভিন্ন শিল্পপতি-ব্যবসায়ী। এই সমস্ত ঋণখেলাপীদের অনাদায়ী ঋণের পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা।

সিবিআই (CBI) ও ইডি (ED) তাঁদের ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্ত করছে। অভিযুক্তদের ভারতে প্রত্যর্পণের চেষ্টাও হচ্ছে। বিভিন্ন সময়ে এই অনাদায়ী অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়েও সরব হয়েছেন বিরােধীরা, তেমনই এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ১৩ হাজার কোটি টাকার বেশি উদ্ধারের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মােদি জমানায় ব্যাঙ্কগুলি বিভিন্ন অনাদায়ী ঋণের পাঁচ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা উদ্ধার করেছে ।

সাহারা গােষ্ঠীর রিয়েল এস্টেট শাখা এই নভেম্বরের মধ্যে
বাজার নিয়ামক সংস্থা সেবি (CEBI)- কে অনাদায়ী ২৫ হাজার ৭৮১ কোটি টাকার মধ্যে প্রায় ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা মিটিয়ে দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad