কলকাতা: কলকাতার আনন্দপুর এলাকার গুলশন কলােনির একটি একটি ফাকা ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হল ১৮ জন বাংলাদেশিকে।
কলকাতা পুলিশের সহযােগিতায় এদের গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের লখনউ এটিএস বা জঙ্গিদমন শাখা। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের আটক করে পুলিশ। ধৃতদের কাছে কোনও বৈধ নথিপত্র নেই বলেই অভিযােগ।
পুলিশের সূত্র জানিয়েছে, চক্রের পান্ডা মহফুজুর রহমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার বাসিন্দা। ভুয়া ভারতীয় পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশিদের পাসপোের্ট পেতে সাহায্য করত মহফুজুর।
এর আগেও এইভাবে জামাত জঙ্গিদের খোঁজ খাস কলকাতা থেকে পেয়েছিল গােয়েন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনউ থেকে এটিএস (ATS)-র একটি দল কলকাতায় আসে। তাঁরা কলকাতা পুলিশের গােয়েন্দা বিভাগের সঙ্গে যােগাযােগ করে আসামীটিকে খুঁজতে যায় আনন্দপুর এলাকায়। এটিএসের সঙ্গেই ছিল কলকাতা পুলিশের গােয়েন্দারা। তখনই আনন্দপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের খোঁজ পায় পুলিশ।
সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের হাতে দু’জন রােহিঙ্গা গ্রেফতার হয়। তাদের জেরা করে মহফুজুর রহমানের নাম জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.