কলকাতা : জাদুঘরে ১১০ কোটি টাকার. ‘দুর্নীতি’!
বড়সড় আর্থিক দুর্নীতির কবলে জড়িয়ে পড়ল কলকাতার ভারতীয় জাদুঘরের মতাে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
ভারতীয় জাদুঘর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা নয়ছয়ের অভিযােগে রিপাের্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।এর পাশাপাশি এই দুর্নীতির অভিযােগের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই (CBI) করতে পারবে কিনা তাও জানাতে বলা হয়েছে তাদের।
জাদুঘরের দুষ্প্রাপ্য সামগ্রী রক্ষণাবেক্ষণ এবং তার আমূল সংস্কারের জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। অভিযােগ, এই অর্থ খরচে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
ক্যাগের রিপাের্টেও দুর্নীতির কথা উল্লেখ রয়েছে। অভিযােগ অনেক দুষ্প্রাপ্য মূর্তি-সামগ্রী সংস্কারের নামে নষ্ট করা হয়েছে। মামলাকারীদের আশঙ্কা এর মধ্যে কিছু দুষ্প্রাপ্য ও মূল্যবান সামগ্রী বিদেশে পাচারের জন্যে সরানাে হয়েছে। তাই CBI- কে দিয়ে তদন্তের আবেদন জানানো হয়।
এর পাশাপাশি জাদুঘরে কর্মী নিয়ােগেও ক্ষেত্রেও বড়সড় বেনিয়ম হয়েছে বলে অভিযােগ। জাদুঘরে সংশ্লিষ্ট কমিটিও বরাদ্দ অর্থ খরচের ক্ষেত্রে কোনও নিয়ম মানেনি।
গত মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানির পর জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপাের্ট তলব করেছে।মামলায় অভিযােগ ছিল, বরাদ্দ হওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার কোনও হিসাব নেই, যার তদন্ত হওয়া একান্ত প্রয়ােজন।
এছাড়াও জাদুঘরের আমূল সংস্কার হওয়ার কথা থাকলেও প্রায় কোনও কাজই হয়নি বলে অভিযােগ। এক্ষেত্রে কেন্দ্রের ভিজিল্যান্স কমিটির সাম্প্রতিক রিপাের্টকে হাতিয়ার করে মামলাকারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.