দিল্লি : ঘােষিত হল অনূর্ধ ১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। ১৭ জনের দলে সুযােগ পেলেন বাংলা থেকে রবি কুমার। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অমৃত রাজ উপাধ্যায়।
আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর। রবিবার ১৭ জনের দল নির্বাচিত করেন নির্বাচকরা। প্রত্যাশামতােই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে যশ ঢুলকে এবং সহ অধিনায়ক হিসেবে এসকে রশিদকে বেছে নেওয়া হয়েছে।
দলের বাকি সদস্যরা হলেন: অঙ্কুশ রঘুবংশী, নিশান্ত সিন্ধু, হারনুর সিং, দীনেশ রানা, সিদ্ধার্থ যাদব, অনেশ্বর গৌতম, (উইকেটকিপার), আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজ অঙ্গদবাওয়া, কৌশল তাম্বে, মানব প্রকাশ, আর এস হাঙ্গারগেকর, বাসু ভাটস, গর্ব সাঙ্গোয়ান, ভিকি অস্তবল রবি কুমার,
স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে: রিশিত রেড্ডি, উদয় সাহারান, অমৃত রাজ উপাধ্যায়, অংশ গােসাই, ও পিএম সিং রাঠোর-কে।
১৬টি দল নিয়ে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। মােট চারটি গ্রুপ করা হয়েছে এই বিশ্বকাপে। প্রতিটা গ্রুপ থেকে ২টি করে দল নক আউটে উঠবে। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, উগান্ডার সঙ্গে গ্রুপ ‘বি’-তে রয়েছে চার বারের বিশ্বজয়ী ভারত। ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮ তে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৬ ও ২০২০-তে রানার্স।
অনূর্ধ ১৯ এশিয়া কাপের জন্য এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকেডেমিতে প্রস্তুতি সারছে ভারতীয় দল। সেই প্রস্তুতি শিবিরে রয়েছে রবি কুমার। বিশ্বকাপ দলে সুযােগ পেয়ে তিনি খুশি। রবি বলেন, বাংলার অনূর্ধ্ব ১৯ দলে সুযােগ পাওয়ার পর থেকেই স্বপ্ন দেখতাম ভারতীয় দলে খেলার। সেই লক্ষ্য পূরণ হয়েছে। বিশ্বকাপ দলে সুযােগ পেয়ে আমি খুবই উত্তেজিত। বিশ্বকাপে ভাল পারফরমেন্স করতে চাই।'বিশ্বকাপ দলে সুযােগ পাওয়ার জন্য সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, কোচ ও সাপোের্ট স্টাফদের কৃতজ্ঞতা জানিয়েছেন রবি কুমার।
অন্যদিকে, এশিয়া কাপ দলে থাকলেও বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযােগ না পেয়ে কিছুটা হলেও মন খারাপ বাংলার আর এক ক্রিকেটার অমৃত রাজ উপাধ্যায়ের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.