Indian Railway Recruitment চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেড় লাখ শূন্য পদে নিয়ােগের ঘােষণা ভারতীয় রেলের। কোভিডের কারণে আটকে থাকা প্রক্রিয়া দ্রুত শুরু। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Indian Railway Recruitment চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেড় লাখ শূন্য পদে নিয়ােগের ঘােষণা ভারতীয় রেলের। কোভিডের কারণে আটকে থাকা প্রক্রিয়া দ্রুত শুরু।

Indian railways recruitment

কোভিড পরিস্থিতি শুধু কর্মরত মানুষের জীবিকা কেড়ে নিয়েছিল তাই নয়, কোভিডের কারণে আটকে ছিল প্রচুর নতুন নিয়ােগ প্রক্রিয়াও। এবার সেই আটকে থাকা নিয়ােগ প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় রেল।


অতি সম্প্রতি একটি নিয়ােগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল Indian Railways সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালে শুরু হওয়া যে নিয়ােগ প্রক্রিয়া দেশের কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল তা অতি শীঘ্রই শুরু হতে চলেছে। তাই শুধু নিয়ােগের জন্য প্রথম পর্যায়ের যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফলাফল আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে। তবে কোভিড পরিস্থিতি -র উপরে নজর রেখে সরকারের নির্দেশ মেনেই সমস্ত পরীক্ষা নেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ড।

এর আগে ২০১৯ এর ২৮ ফেব্রুয়ারি মাসে রেলের পক্ষে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণদের জন্য ১০ হাজারের বেশি পদে নতুন নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় স্নাতক উত্তীর্ণদের জন্য প্রায় ২৫ হাজার পদে নিয়ােগের বিজ্ঞপ্তি। সেই পর্বে সব মিলিয়ে ৩৫ হাজার ২৮১ টি পদের জন্য পরীক্ষাও নেওয়া সম্পন্ন হয়। সেই বিজ্ঞপ্তিতে সারা দেশ জুড়ে আবেদন এসেছিল ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জনের। এরপরে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি। তাতে মােট শূন্য পদ ছিল ১ লাখ ৩ হাজার ৭৬৯ টি। এই সমস্ত নিয়ােগ প্রক্রিয়া কোভিড় পরিস্থিতির জন্য আটকে থাকার পরে এখন মােট ১ লাখ ৪৯ হাজার ৫০ টি পদে নিয়ােগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

সােমবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের পক্ষ থেকে দাবি করা হয় এটাই ভারতের বৃহত্তম নিয়ােগ প্রক্রিয়া হতে চলেছে। যা কিনা খুব দ্রুত চালু হতে চলেছে।

বিভিন্ন নন টেকনিক্যাল পদ যেমন স্টেশন মাস্টার,ট্রাফিক অ্যাসিসট্যান্ট প্রভৃতির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। গােটা দেশে আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয় ৭ দফায়।

২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত কম্পিউটার নির্ভর পরীক্ষা হয়। কিন্তু সেই পরীক্ষার ফল এখনও প্রকাশ করা সম্ভব হয়নি। রেলের তরফে যদিও দাবি করা হয়েছে সেই ফল প্রকাশের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি তা রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ডের ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করছেন তারা।

এই পরীক্ষায় যাঁরা কৃতকার্য হবেন,তাঁদের জন্য ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফার পরীক্ষা আয়ােজিত হবে। এখনও পর্যন্ত যা নির্ধারিত হয়েছে তাতে ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে কম্পিউটার নির্ভর সেই পরীক্ষা।

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতাে পরীক্ষার রুটিন কেমন হবে তা নির্ভর করছে কোভিড পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর রেখে।

একইসঙ্গে নিয়ােগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তিতে চাকরির জন্য আবেদনকারীদের সতর্কও করা হয়েছে রেলের তরফ থেকে, তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে রেলের নিয়ােগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সকলে রেলওয়ে রিক্রুটমেন্ড বাের্ডের ওয়েবসাইটকেই ভরসা করবেন। অন্য কোনও অস্বীকৃত সূত্রের খবর ও মাধ্যমকে কখনও বিশ্বাস না করতে সতর্ক করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad