আসানসােল রেল স্টেশন থেকে গত বুধবার পুলিশের জালে ধরা পড়ে বালির পলাতক দুই গৃহবধূ। হাওড়ার নিশ্চিন্দা থানায় তাদেরকে নিয়ে আসা হয়।
কেন তারা পালানাের পরিকল্পনা করেছিল সেই প্রশ্নের উত্তরে উঠে এলাে চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে রীতিমতাে হতবাক পরিবারের সদস্যরাও। অনন্যার আট বছর পূর্বে বিয়ে হলেও কোন সন্তান হয়নি তার। পাশাপাশি তার জন্য স্বামীর কোন সময় না থাকার কারণে চূড়ান্ত নিঃসঙ্গতায় ভুগছিল নিঃসন্তান গৃহবধূ। আর সেই নিঃসঙ্গতা কাটাতে বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন বালির কর্মকার বাড়ির বড় বউ অনন্যা। তদন্তকারী অফিসারদের এমনটাই জানিয়েছেন তিনি।
Read more : দুই বৌমা ও তাদের দুই রাজমিস্ত্রি প্রেমিক ধরা পড়লাে আসানসােল থেকে।
অন্যদিকে ছােট বউ রিয়ার বিয়ে হয় বছর দশেক আগে।তাঁর একটি পুত্রসন্তান রয়েছে। ঠিক একই অভিযােগ তাঁরও। তার স্বামীও তাঁকে সময় দিত না। জীবনে সঙ্গীর অভাবের কারণে সংসার জীবনে একঘেয়েমি তৈরি হয়েছিল বলে দাবি করে দুই বউ।
পুলিসকে কর্মকার বাড়ির দুই বউ জানিয়েছেন, একঘেয়েমির সংসারে ক্রমশ অনাসক্তি গ্রাস করেছিল তাঁদের। মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ে তারা। সেই সময়েই তাঁদের আলাপ হয় বাড়ি তৈরি করতে আসা দুই রাজমিস্ত্রি শেখর রায় ও শুভজিত দাস এর সঙ্গে।
মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই যুবক সহজেই মিশে যায় দুই পুত্রবধূর সাথে।খুব সহজেই তাঁরা তাদের মন জয় করে ফেলে। অল্প পরিচিতি ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পরিণত হয়। অবশেষে ওই দুই গৃহবধূ ভালােবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে দুই রাজ-মিস্ত্রির সঙ্গে। আর এরপরই তাঁরা ভালােবাসার মানুষের সঙ্গে সংসার বাঁধার স্বপ্নে ঘর ছেড়ে পালাবার পরিকল্পনা করে।
অন্যদিকে ছােট বউ রিয়ার বিয়ে হয় বছর দশেক আগে।তাঁর একটি পুত্রসন্তান রয়েছে। ঠিক একই অভিযােগ তাঁরও। তার স্বামীও তাঁকে সময় দিত না। জীবনে সঙ্গীর অভাবের কারণে সংসার জীবনে একঘেয়েমি তৈরি হয়েছিল বলে দাবি করে দুই বউ।
পুলিসকে কর্মকার বাড়ির দুই বউ জানিয়েছেন, একঘেয়েমির সংসারে ক্রমশ অনাসক্তি গ্রাস করেছিল তাঁদের। মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়ে তারা। সেই সময়েই তাঁদের আলাপ হয় বাড়ি তৈরি করতে আসা দুই রাজমিস্ত্রি শেখর রায় ও শুভজিত দাস এর সঙ্গে।
মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই যুবক সহজেই মিশে যায় দুই পুত্রবধূর সাথে।খুব সহজেই তাঁরা তাদের মন জয় করে ফেলে। অল্প পরিচিতি ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পরিণত হয়। অবশেষে ওই দুই গৃহবধূ ভালােবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে দুই রাজ-মিস্ত্রির সঙ্গে। আর এরপরই তাঁরা ভালােবাসার মানুষের সঙ্গে সংসার বাঁধার স্বপ্নে ঘর ছেড়ে পালাবার পরিকল্পনা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.