মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযােগ।
তৃনমূল দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয় করার অভিযােগে সরব হয়েছে বিরােধীরা। পাশাপাশি পুরাে বিষয়টি নিয়ে প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযােগ তুলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের কাছে জানিয়েছে তৃণমূলের একাংশ। আর এই ঘটনায় তৃণমূলের গােষ্ঠী কোন্দল প্রকট হয়েছে। পাশাপাশি রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এ নিয়ে। অভিযােগ কাজ না করিয়ে তুলে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা। এমনকী এলাকার বাসিন্দাদের কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে ব্যাংকের বই নিয়ে নেওয়া হয়েছে। সেই ব্যাংকের বইয়ের মাধ্যমেই ধাপে ধাপে এই টাকা তুলে নেওয়া হয়েছে। সমস্ত কাজে নেতৃত্ব দিয়েছেন দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান মােবারক হােসেন বলে অভিযােগ।
স্থানীয় বাসিন্দা এবং ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তােফাজ্জল হক এই দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন। তাদের আরও অভিযােগ, যারা কোনওদিন ১০০ দিনের কাজ করেনি তাদের নাম করে ভুয়াে মাস্টার রােল তৈরি করে টাকা তুলে নেওয়ার অভিযােগ দায়ের হয়েছে তৃণমূলের প্রধান মােবারক হােসেনের বিরুদ্ধে। এলাকায় তিনি হুমকি দিয়ে সন্ত্রাস তৈরি করে লাগাতার বে-আইনি কাজ করে চলেছেন বলে অভিযােগ। এমনকী এই প্রধান সরকারি বিভিন্ন প্রকল্পে নিজের আত্মীয় স্বজনদের দিয়ে কাজ করাচ্ছেন।দলীয় প্রধানের এই ধরনের আচরণে ক্ষুব্ধ তৃণমূল ব্লক এবং জেলা নেতৃত্ব।
সূত্রের খবর, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত প্রধান মােবারক হােসেনের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব পর্যন্ত অভিযোগ গড়িয়েছে। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রধান কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে তৃণমূলে যােগদান করেন। এখন দলকে কালিমালিপ্ত করতে এ ধরনের দুর্নীতিমূলক কাজকর্ম করে চলেছেন। এমনকি কেউ প্রতিবাদ করলে মিলছে হুমকি।
দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন প্রধান মােবারক হােসেন। এই প্রধানকে অপসারণের দাবি তুলেছেন এলাকার শাসক দলের নেতা-কর্মীরা। যদিও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান মােবারক হােসেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযােগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন, অভিযােগ পেয়েছি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.