পূর্ব বর্ধমান: ভেজাল ভােজ্য তেলের কারবার চালানাের খবর গােপন সূত্রে পেয়ে অভিযান চালালাে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমাে সংলগ্ন ছিনুই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় টিন ভর্তি ভেজাল তেল সহ ফাঁকা টিন। পুলিশ সেখানে ৫২ টি টিন ভর্তি অবস্থায় তেল ও ৭২ টি ফাঁকা টিন বাজেয়াপ্ত করেছে। অন্য একটি ট্যাংকারেও তেল মজুদ করা ছিল বে জানা যায়।
এখন অবধি এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত তিন ব্যক্তি হলেন অসীম মিত্র, গােবিন্দ সরকার ও পঙ্কজ সিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন ব্যক্তিদের বাড়ি মেমারি এলাকাতেই।
বর্ধমান আদালতে ধৃত তিন ব্যক্তিকে পেশ করা হয়। পুলিশ
জানিয়েছে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে চলছিল ভেজাল সরষের তেল সহ অন্যান্য ভেজাল তেলের বেআইনি কারবার।
মেমারি থানার কাছে গােপন সূত্রে খবর আসার পরে নড়েচড়ে বসে মেমারি থানার পুলিশ আধিকারিকরা।মেমারির থানার বিভিন্ন জায়গায় অভিযান চালানাের পর নিমাে সংলগ্ন এলাকায় একটি গােডাউনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণে ভােজ্য ভেজাল সরষের তেল। এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত, কোথায় তেল সরবরাহ করা হত সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.