হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আসানসােল আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আসানসােল আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা।

Case filed against Rahul Gandhi for his hidutvavadi comment

আসানসোল : ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)-র বিরুদ্ধে আসানসােল আদালতে মামলা দায়ের করলেন এক আইন-জীবী। আদালত সেই মামলা গ্রহণ করেছে। আগামী মাসে সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।


আসানসােলের প্রবীণ আইনজীবী পীযুষ কান্তি গােস্বামী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছেন। অভিযােগে বেশ কয়েক-জনের নাম যুক্ত করেছেন তিনি। তিনি তার অভিযােগে এও জানিয়েছেন, গত ১২ ডিসেম্বর এবং ১৯ ডিসেম্বর রাহুল গান্ধি রাজস্থান এবং উত্তরপ্রদেশের সভায় হিন্দুত্ববাদীদের প্রসঙ্গ টেনে বলেছেন ক্ষমতার হিন্দুত্ববাদীরা সত্যকেও ভুলে যায়। দেশের দুর্দশার জন্য দায়ী এরাই।

রাহুল গান্ধির এই বক্তব্যের বিভিন্ন কাটিং এবং বৈদ্যুতিন মিডিয়ার নির্দিষ্ট কিছু তথ্য তিনি প্রমাণ রূপে আদালতে পেশ করেন। পীযূষ বাবু আরোও অভিযােগ করেন, এতে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সংবিধানে যে কোনও মানুষ যে কোনও ধর্ম পালন করতে পারেন কিন্তু, কারাের ধর্মকে নিয়ে এভাবে আঘাত করা যায় না। তিনি বলেন, রাহুল গান্ধি বক্তব্যে বলেছেন হিন্দুরা ভালােবাসা ছড়ায়, হিন্দুত্ববাদী-রা বিদ্বেষ ছড়ায়। সেজন্য দেশের আজ এই দুর্দশা। তিনি বলেন, হিন্দু ও হিন্দুত্ববাদীকে পৃথক দেখানাের চেষ্টা করেছেন তিনি। ওই বক্তব্যের প্রতিবাদ করতেই আদালতে মামলাটি করেছেন তিনি।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ক এবং ২৯৮ ধারায় এই মামলা আদালত গ্রহণ করে। আগামী মাসের ৩১ তারিখ এই মামলার শুনানি হবে বলে পীযূষ বাবু জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস রাজ্য সম্পাদক তথা আইনজীবী প্রসেনজিত পুইণ্ডি বলেন, যে আইনজীবী মামলা করেছেন তাঁর হয়তাে পেশা ঠিকমতাে জমছে না, নিজেকে প্রচারের আলােয় আনতে এমনটা করেছেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad