দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ। ভুল স্বীকার CBSE বাের্ডের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ। ভুল স্বীকার CBSE বাের্ডের।

Gujarat violence topic in cbse board


নয়াদিল্লি:
সিবিএসই (CBSE) বাের্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার টার্ম ওয়ানে সােশিওলজি পেপারে গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। এদিন সে সম্পর্কে কার্যত ভুল স্বীকার করে নিল সিবিএসই বাের্ড।


প্রসঙ্গত, পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল তা হল, “২০০২ সালে গুজরাতে কোন সরকারের আমলে মুসলিম-বিরােধী ভয়ানক দাঙ্গা হয়েছিল ?" উক্ত প্রশ্নটির উল্লেখ করে CBSE বাের্ডের মুখপাত্র রামা শর্মা বলেন, “এমন প্রশ্ন করা ঠিক নয় এবং এটি সিবিএসই গাইডলাইনের পরিপন্থী।"

ব্যাপারটা যে ভুল হয়েছে তা CBSE-র তরফে স্বীকার করে নেওয়া হয়েছে। যে প্রশ্নকর্তারা এই কাজ করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

পাশাপাশি শর্মা জানান, CBSE-র নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে কেবলমাত্র পাঠ্য বিষয়েই প্রশ্ন করা হবে এবং জাতি, বর্ণ, ধর্ম, নির্বিশেষে সমাজের কোনও অংশের মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোনও কিছু প্রশ্নপত্রে রাখা যাবে না।

দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা জানিয়েছেন পরীক্ষার প্রশ্ন এমনিতে সহজই হয়েছিল। জনসংখ্যা, পরিবার ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন এসেছিল কিন্তু কিছু প্রশ্ন এমন এসেছিল যা তাঁদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিলনা। এমনকি কিছু প্রশ্নে মাল্টিপল চয়েসের সুযােগও ছিল না, আর সে কারণেই কয়েকটি ক্ষেত্রে দ্বিধায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। আগামী ৩ ডিসেম্বর পরবর্তী পরীক্ষা রয়েছে ইংরাজি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad