নয়াদিল্লি : বেটি বাঁচাও-এর দিকে আরেক ধাপ।
নাবালিকা বিয়ে বন্ধ করতে আগেই কেন্দ্রের তরফে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বৃদ্ধি বেঁধে দেওয়ার কথা জানানাে হয়েছিল এবার তাতে সিলমােহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার থেকে বিয়ের জন্য মেয়েদের ন্যূনতম ১৮ নয় বয়স হতে হবে ২১ বছর। অর্থাৎ এ বিষয়েও বিভেদ মুছল নারী-পুরুষে।
২০২০ সালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Narendra Modi) বলেছিলেন, আমাদের দেশের মেয়েদের আরও বেশি পুষ্টি প্রয়ােজন। শিশুদের প্রয়ােজন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি। সেই কারণেই দরকার সঠিক বয়সে তাদের বিয়ে হওয়া এবং সঠিক বয়স অর্থে অবশ্যই শারীরিক ও মানসিক দিক থেকে পরিণত হওয়ার পরই। বৃহস্পতিবারের মন্ত্রিসভার সিদ্ধান্তও তারই দিকে পদক্ষেপ।
বর্তমানে বিয়ের জন্য মেয়েদের নূ্ন্যতম বয়স ১৮ বছর এবং ছেলেদের নূ্ন্যতম বয়স ২১ বছর নির্ধারিত রয়েছে। বিশেষ বিবাহ আইনে বিয়ে নিবন্ধীকরণ করতে হলেও বয়সের প্রামাণ্য নথি জমা দিতে হয় যেখানে ছেলে ও মেয়ের এই বয়সের প্রমাণ থাকা বাধ্যতামূলক। কিন্তু বহু ক্ষেত্রেই, বিশেষত গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত অঞ্চলে এই আইন ভেঙে অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়।
নানা সমীক্ষায় দেখা গিয়েছে বহু মেয়ের বিশেষত গ্রামাঞ্চলে গড়ে পনেরাে বছরে বিয়ে হয়ে যায় । কারও স্ব-ইচ্ছায়, আবার কারও পরিবারের চাপে পড়ে।
সমাজকর্মীরা নানা সময়ে দেখেছেন, শারীরিক গঠনের কারণে অনেক সময় ১৫-১৬ বছরের কিশােরীর সঙ্গে ১৮ বছরের প্রাপ্তবয়স্ক যুবতীর তফাৎ করা সহজ হয়না, তবে বয়স ২১ বছর হলে সহজেই তা বােঝা সম্ভব হবে। এই যুক্তিতেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২১ করার পথে হাঁটতে চেয়েছিল কেন্দ্র। কারণ, বিয়ের যুক্তিতে অজস্র কিশােরীর শিক্ষায় বাধা পড়ে যায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবেই সম্মতি দিল ।
উল্লেখ্য, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বৃদ্ধির যে প্রস্তাব এদিন মন্ত্রিসভার সম্মতি পেল তা প্রথম নীতি আয়ােগের কাছে প্রস্তাব করে জয়া জেটলির নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। ২০২০ সালের জুন মাসে এই টাস্ক ফোর্স গঠিত হয় এবং ডিসেম্বরে তার রিপাের্ট জমা পড়ে। এই রিপাের্টে বলা হয়েছিল ২১ বছর বয়স হওয়ার আগে কোনও মেয়ের সন্তানের জন্ম দেওয়া উচিত নয়।
বিয়ের ন্যূনতম বয়স পিছিয়ে দেওয়া হলে তা অর্থনীতি, সামাজিক স্বাস্থ্য, মহিলা ও শিশুদের স্বাস্থ্য ও সমাজে তাঁদের সদর্থক ভূমিকা করতে সাহায্য করে। মন্ত্রিসভার অনুমােদন পাওয়ার পর সংসদের সম্মতির অপেক্ষায় মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.