মুম্বই: আরও একটি সম্পত্তির মালিকানা হারাতে চলেছেন ঋন খেলাপি নীরব মােদি (Nirav Modi)।
তাঁর আরেকটি সম্পত্তি দক্ষিণ মুম্বইয়ের ‘রিদম হাউজ' (Rhythm House auction) এবার নিলামে উঠবে একদা মুম্বইয়ের জনপ্রিয় মিউজিক স্টোর নীরব মােদির ‘রিদম হাউজ’। নামের ভবনটি শীঘ্রই নিলামে তুলছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। তিনি প্রায় তিন বছর ধরে দেশছাড়া। বিপুল ঋণের বােঝা মাথায় নিয়ে তিনি ফেরার। এই অবস্থায় তাঁর সম্পত্তির বেশ কিছু অংশ নিলামে তুলে ব্যাঙ্কগুলিকে টাকা আদায়ের অনুমতি দিয়েছে আদালত। তাই দক্ষিণ মুম্বইয়ে নীরব মােদির মালিকানাধীন ‘রিদম হাউজ'-ও নিলাম করা হবে।
ইতিমধ্যেই বাড়িটির দখল নিয়েছে ED। বাড়িতে থাকা সমস্ত সম্পত্তি-সহ এক সময় মুম্বইয়ের বিখ্যাত মিউজিক স্টোর হিসাবে পরিচিত ছিল এই রিদম হাউজ, যা এখনও বেশ চালু দোকান। তবে গান বিক্রির রকমটা অনেকটাই সিডি-ডিভিডি থেকে অনলাইন এবং ডিজিটাল হয়ে যাওয়ায় রিদম হাউজের সেই রমরমা আর নেই। তবে দোকানটি এখনও চালু রয়েছে।
ব্যাঙ্ক যে সমস্ত সম্পত্তি নিলামে অনুমতি দিয়েছে তার মধ্যে রয়েছে এই ঐতিহ্যবাহী রিদম হাউজও। নীরব মােদির ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল এই সাত দশকের প্রাচীন রিদম হাউজ কিনেছিল ২০১৭ সালে। এই ভবনটি কেনার দৌড়ে মাহিন্দ্রা গ্রুপের আনন্দ মাহিন্দ্রার নাম রয়েছে শুরুর দিকেই। জানা গিয়েছে তিনি এই ঐতিহ্যবাহী ভবনটি কিনতে খুবই উৎসাহী। টুইটেও তিনি তেমনই ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর লন্ডনে নীরব মােদির বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তাঁর মানসিক স্বাস্থ্যের কারণে তাঁর আইনজীবী তাঁর প্রত্যর্পণ স্থগিত করার আর্জি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে দু'শাে কোটি মার্কিন ডলার প্রতারণার অভিযােগ রয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.