নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের উদ্যোগ, এবার ভােটার-আধার সংযুক্তির পথে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের উদ্যোগ, এবার ভােটার-আধার সংযুক্তির পথে।

Now aadhar will be linked to voter id


নয়াদিল্লি
: নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী ভােট আইনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। প্যান-আধার সংযােগের মতাে এবার আধার কার্ডের সঙ্গে জুড়ে দেওয়া যাবে ভােটার কার্ডও। এই মর্মে নির্বাচনী প্রক্রিয়ায় সংশােধনী আনতে চলেছে কেন্দ্র। এর জেরে আধার কার্ডও কাজ করবে ভােটার পরিচয়পত্র হিসেবে।


কেন্দ্রের আনা নয়া এই সংশােধনীতে আধার কার্ডের সঙ্গে ভােটার কার্ড যুক্ত করার অনুমতি দেওয়া হবে। তবে এটা বাধ্যতামূলক করা হচ্ছে না, থাকছে স্বেচ্ছামূলক ব্যক্তিগত নিরাপত্তারক্ষা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মতে, এর জেরে জাল ভােট ঠেকানাে যাবে।

জানা গিয়েছে, ভােট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে নির্বাচনী আইনে চার দফা সংস্কার করা হতে পারে। এর আগেই প্যান ও আধার কার্ড সংযুক্ত করা হয়েছে । এ বার নতুন আইনে ভােটার কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে আধার কার্ড। তবে সুপ্রিম কোর্টে ‘ব্যক্তিগত গােপনীয়তার অধিকার সংক্রান্ত মামলার কারণেই আপাতত বাধ্যতা-মূলক হচ্ছে না সংযুক্তিকরণ।

ভুয়াে ভােটার কার্ডকে চিহ্নিত করে নিখুঁত ভােটার তালিকা
তৈরির জন্য আগেই আধার কার্ডের সঙ্গে ভােটার কার্ড সংযুক্ত করার প্রস্তাব আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছিল ইলেকশন কমিশন। প্রস্তাবটিকে অনুমােদন দেয় আইন মন্ত্রক। বলা হয়, এই সংযুক্তিকরণ হলে ভুয়াে ভােটার চিহ্নিত করা যাবে সহজেই যা গণতন্ত্রের জন্য দরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad