প্রধানমন্ত্রী আবাস যােজনা (PMAY) প্রকল্পে রাজ্যে অনিয়ম হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একথা স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিল মমতা ব্যানার্জি সরকার।
প্রধানমন্ত্রী আবাস যােজনায় (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির অভিযােগে মামলা দায়ের করেছিলেন উত্তর দিনাজপুর জেলার নুরজার বেগম। তার অভিযােগ ছিল, উত্তর দিনাজপুরের গােয়ালপােখর বিধানসভার লােধান গ্রামপঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যােজনা প্রকল্পের সুবিধা থেকে অনেকে বঞ্চিত হয়েছেন। মামলাকারীর দাবি, মােট ১৯৭ জন এই প্রকল্পের সুবিধা বঞ্চিত হয়েছেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্য অভিযােগ করেন, ১৯৭ জনের প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি গত আগস্টে স্থানীয় প্রশাসনকে জানানাের পর পরিদর্শক এসে সরেজমিনে বিষয়টি দেখে গিয়েছিলেন কিন্তু কোনও সুরাহা হয়নি।
এজলাসে উপস্থিত সরকারি কৌসুলি জানান, আবেদনকারী-দের সুবিধা পাওয়া উচিত ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.