Diego Maradona: ভারতের অসমে উদ্ধার দুবাই থেকে চুরি যাওয়া মারাদোনার ঘড়ি। গ্রেফতার অভিযুক্ত ওয়াজিদ হুসেন । - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Diego Maradona: ভারতের অসমে উদ্ধার দুবাই থেকে চুরি যাওয়া মারাদোনার ঘড়ি। গ্রেফতার অভিযুক্ত ওয়াজিদ হুসেন ।

Stolen watch of maradona recoverd, wajid hossain

দিয়েগাে আর্মান্দো মারাদোনা (Diego Maradona) আজ জীবিত নেই।কয়েক বছর আগে মারা গেছেন আর্জেন্টিনার ফুটবল-ঈশ্বর। আজ মারাদোনা জীবিত থাকলে তিনি এটা জেনে শান্তি পেতেন যে, শেষ পর্যন্ত তাঁর হারিয়ে যাওয়া বহু-মূল্যবান হাতঘড়িটি পাওয়া গিয়েছে। যে ঘড়িটি হারিয়ে গিয়েছিল দুবাই থেকে। শনিবার সেই ঘড়ি উদ্ধার হল অসমে!


ঠিক কী হয়েছে?


এ দিন জানা যায়, অসম ও দুবাই পুলিশের যৌথ প্রচেষ্টায় কিংবদন্তি ফুটবলার মারাদোনার ‘উবলো' ঘড়ি উদ্ধার করেছে। ঘটনায় ওয়াজিদ হুসেন (Wajid Hossain) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে,দুবাই পুলিশের কাছে খবর ছিল যে ফুটবল-ঈশ্বরের একটা বহুমূল্য হাতঘড়ি চুরি হয়ে গিয়েছে। যার আনুমানিক মূল্য কুড়ি লক্ষ টাকা। ঘড়িটি নিলামে উঠলে দাম আরও অনেক বেশি হতে পারে।

ভারতের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষা সংস্থাগুলির সাহায্য নিয়ে দুবাই পুলিশের সঙ্গে যােগাযােগ করে অসম পুলিশ তাদের সহযােগিতাতেই তল্লাশি অভিযান চালিয়ে অসমে খোঁজ পাওয়া যায় সেই অভিযুক্তের।

জানা যায়, ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তির কাছে রয়েছে প্রয়াত কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাতঘড়ি। যার পর তাকে এ দিন গ্রেফতার করা হয়, কিন্তু কী ভাবে চুরি গেল এমন মহামূল্যবান ঘড়ি? এ ঘটনায় জড়িত থাকার অভিযােগে ৩৭ বছর বয়সী ওয়াজিদ হুসেনকে আটক করেছে অসম পুলিশ। ওয়াজিদের সঙ্গে যােগসূত্রই বা কী? তার কাছে ঘড়ি পোঁছলই বা কী করে?

পুলিশ সূত্রের জানা যায়,দুবাইয়ের এক সংস্থা মারাদোনার সই করা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে। সেই সংস্থাতেই নিরাপত্তা-রক্ষী হিসেবে কাজ করত ওয়াজিদ। সিঙ্গল এডিশনের সেই হাতঘড়িও ছিল ওই সংস্থার শােরুমেই।

অভিযােগ, গত আগস্ট মাসে মারাদোনার সেই ঘড়ি চুরি করে অসমে পালিয়ে আসে শিবসাগর এলাকার বাসিন্দা ওয়াজিদ হুসেন। শনিবার ভাের চারটে নাগাদ ওয়াজিদ-কে গ্রেফতার করা হয়। তবে শিবসাগরের বাড়িতে তাকে প্রথমে পাওয়া যায়নি। পুলিশ ওয়াজিদকে গ্রেফতার করে তার শ্বশুরবাড়ি চড়াইদেউয়ের বাড়ি থেকে।

শিবসাগরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রাকেশ রােশন বলেন, “গােপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আমরা তল্লাশি
অভিযান শুরু করি। শনিবার সকালে ওয়াজিদকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। উবলাে ঘড়িটা উদ্ধার
করা হয়েছে। গােটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"

ধৃত অভিযুক্তের দাবি, ডেরেক নামের এক ব্যক্তি তাকে ওই ঘড়ি দেয়। দুবাইয়েরই ‘মাের স্পেস' নামক এক সংস্থায় কাজ করা ডেরেক নাকি তাকে মাঝে মাঝেই জামাকাপড়-জুতাে, নানা রকম জিনিসপত্র এনে দিত।

ওয়াজেদের কথা অনুযায়ী, সে ডেরেকের কাছে ঘড়ির দাবি করধে সে নাকি তাকে মারাদোনার ঘড়ি এনে দেয়। এ বিষয়ে অসম পুলিশের আধিকারিক জানিয়েছেন যে, স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল ‘ল অ্যান্ড অর্ডার’ ভি পি সিনহি তাঁদের খবর দেন যে, শিবসাগরের এক বাসিন্দা ও দুবাইয়ে কর্মরত এক ব্যক্তি প্রয়াত মারাদোনার কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে এসেছে। সেই মতাে পুলিশি অভিযান চালায় এবং শেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad