Netaji statue vandalised বীজপুরে নেতাজির মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Netaji statue vandalised বীজপুরে নেতাজির মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

Netaji statue vandalized in Bijpur


কলকাতা
: রবিবার গভীর রাতে বীজপুর থানা অন্তর্গত কাঁচরাপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিনােদনগর এলাকায় খেলার মাঠের ধারে স্থাপিত নেতাজীর আবক্ষ মূর্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা।


সােমবার সকালে মহান দেশপ্রেমিকের মূর্তি ভাঙা দেখে ক্ষোভে ফেটে পড়লো স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে জড়ো হয়ে তারা কালাে কাপড় দেখিয়ে ও মােমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। মাঠ সংলগ্ন বাসিন্দা আশা বিশ্বাস বলেন দেশের জন্য যারা লড়াই করেছেন রাতের অন্ধকারে তাদেরই মূর্তি ভাঙা হচ্ছে। প্রশাসনের কাছে আশা দেবীর দাবি, অবিলম্বে ঘটনায় যুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

এদিকে মহান দেশপ্রেমিকের মূর্তি ভাঙার খবর ছড়িয়ে
পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বীজপুর থানার পুলিশ। ঘটনায় জড়িতদের পুলিশ তল্লাশি চালাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad