বেঙ্গালুরু : সাত দিনের লড়াই শেষ। চিরবিদায় নিলেন কুনুর হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Varun Sing)।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুনুরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন তারপর থেকে বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শরীরের নানা জায়গায় হাড় ভেঙে গিয়েছিল। আগুনে দগ্ধ হয়ে গিয়েছিল পুরো শরীর। সেভাবে জ্ঞানও ফেরেনি তাঁর। তবুও একমাত্র তিনিই দুর্ঘটনাগ্রস্ত কপ্টার যাত্রীদের মধ্যে জীবিত ছিলেন।
সাত দিন আগে দুর্ঘটনায় দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ কপ্টারের ১৩ জন যাত্রীই মারা যান। মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ক্যাপ্টেন বরুণ সিং, কিন্তু তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওই অভিশপ্ত কপ্টারের সকল যাত্রীর মৃত্যু হল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাছের সঙ্গে হেলিকপ্টারটি ধাক্কা লাগার পর তাতে আগুন লেগে যায়। তার পর আবার আরও একটি গাছে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়ে হেলিকপ্টার। দুর্ঘটনায় সস্ত্রীক CDS -সহ সকলের মৃত্যু হলেও বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর শরীরের প্রায় ৪৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল বলে জানা যায়। তাঁকে উদ্ধার করে নিকট-বর্তী ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।পরিস্থিতির অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে।
Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021
বুধবার সকালে বরুণ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিন ভারতীয় বায়ুসেনার তরফে একটি টুইট বার্তায় জানানাে হয়েছে, আজ সকালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানাে হচ্ছে।
এবছরেই শৌর্যচক্রে ভূষিত হয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সাত দিন আগে ভারতীয় সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ও অন্যান্য আধিকারিকদের প্রয়াণে শােকজ্ঞাপনের পাশাপাশি বরুণের সুস্থতার প্রার্থনা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী-সহ বিশিষ্ট রাজনীতিকরা।
এদিন তাঁর প্রয়াণে শােকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি বলেন, গর্ব, সাহসিকতা এবং চূড়ান্ত দক্ষতার সঙ্গে দেশের সেবা করেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার প্রয়াণে আমি গভীরভাবে শােকাহত। দেশের প্রতি তাঁর যে অসামান্য অবদান, তা কখনও ভোলার নয়। তাঁর পরিবারবর্গ ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.