লাভ জিহাদ (Love Jihad) বা প্রলােভন দেখিয়ে অবৈধভাবে ধর্মান্তরকরণের বিরুদ্ধে সােমবার থেকে সারা দেশ জুড়ে ধর্ম-রক্ষা অভিযানের ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরিষদের সর্ব-ভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুরেন্দ্র কুমার শনিবার একথা জানিয়েছেন।
পরিষদের তরফে ধর্মান্তরকরণ বন্ধ করতে নির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানানো হয়। ডা. সুরেন্দ্র কুমারের অভিযােগ, “করােনা বিপর্যয়ের কারণে মানুষের অসহায়তা ও আর্থিক দুরবস্থার সুযােগ নিয়ে খ্রিস্টান মিশনারি ও মৌলবিরা আগ্রাসীভাবে ধর্মান্তরকরণে নেমে পড়েছে।"
২০ তারিখ শঙ্খধ্বনির মাধ্যমে সূচনা হবে এই কর্সসূচির এবং ২৩ তারিখ পালিত হবে ‘ধর্মরক্ষা দিবস’। সুরিন্দর জৈন জানিয়েছেন স্বামী শ্রদ্ধানন্দের বলিদানকে সম্মান জানাতেই দিনটি ‘ধর্মরক্ষা দিবস’ হিসেবে পালিত হবে। এছাড়াও সারা-দেশব্যাপী র্যালি, হোর্ডিং-পোস্টার সাঁটানো ও লিফলেট বিলির মতো কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মূলত বনবাসী ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ অবৈধ ধর্মান্তরকরণের শিকার হচ্ছে। এদিন কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে Vhp নেতা বলেন, “তফসিলি জাতির ক্ষেত্রে সংবিধানে বর্ণিত সুযােগ-সুবিধা ধর্মান্তরিত হলে বন্ধ হয়ে যায়। উপজাতিদের ক্ষেত্রে ধর্মান্তরের পরও যাবতীয় সুবিধা পাওয়া যায়। এ কারণেই তাদেরকে লক্ষ্যবস্তু করছে মিশনারি ও মৌলবাদিরা। উপজাতিদের ক্ষেত্রেও একই নিয়ম চালুর দাবি জানাচ্ছি।”
ধর্মান্তরিতদের স্বধর্মে ফেরাতে ঘর ওয়াপসি কর্মসূচিতে জোর দিচ্ছে পরিষদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.