পাঁচশো পঞ্চান্নটির বেশি কেরিয়ার, একুশ হাজারের বেশি কলেজ, ১১৫০ টির বেশি প্রবেশিকা পরীক্ষা, ১২০০-র বেশি বৃত্তি সম্পর্কে তথ্য পাওয়া যাবে এক জায়গায় এই কেরিয়ার পোর্টালে।
রাজ্যের নবম-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পেশার দিশা
দেখাতে এই সকল তথ্য সম্বলিত একটি কেরিয়ার পাের্টাল চলতি বছর নভেম্বরেই চালু করেছিল স্কুলশিক্ষা দফতর। বৃহস্পতিবার এ নিয়েই শুরু হল দু’দিনব্যাপী অনলাইন শিক্ষক প্রশিক্ষণ শিবির।
অনলাইন এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে রাজ্যের ৮৮৩১টি মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুলের ১৭ হাজার ৬৬২ জন প্রধান শিক্ষক ও শিক্ষক। স্কুল শিক্ষা দফতরের লক্ষ্য আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এই পাের্টালে ১০ লক্ষ পড়ুয়ার লগ-ইন করানো।
স্কুলশিক্ষা দফতরের অফিশিয়াল ওয়েবসাইট বাংলার শিক্ষায় Banglar Shiksha ঢুকে ডান দিকে থাকা কেরিয়ার পাের্টাল ট্যাবে ক্লিক করলেই পেশার দিশার সন্ধান করতে পারবে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা। নিজের ১৪ সংখ্যার বাংলার শিক্ষা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে পারবে তারা। শুধু পেশা নয় বিভিন্ন কলেজ, প্রবেশিকা পরীক্ষা, বৃত্তি সম্পর্কেও মিলবে তথ্য।
পাের্টালের মাধ্যমে পড়ুয়াদের পেশার দিশা দেখানােয় বড় ভূমিকা পালন করতে হবে স্কুল ও শিক্ষকদের। পড়ুয়াদের
কেরিয়ার পাের্টালের ব্যবহার সম্পর্কে বােঝানাে, বিভিন্ন পেশা, কলেজ, বৃত্তি, প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জানানাে তাে রয়েইছে। একই সঙ্গে পাের্টালে স্কুলের কত সংখ্যক পড়ুয়া সক্রিয় বা সক্রিয় নয়,তার উপরও নজরদারি চালাতে পারবেন স্কুলের শিক্ষকরা। জেলাগুলিতে পাের্টাল ব্যবহারের খুঁটিনাটির উপর কেন্দ্রীয়ভাবে নজর রাখতে পারবে স্কুলশিক্ষা দফতরও।
পড়ুয়াদের কাছে কেরিয়ার পাের্টালকে জনপ্রিয় করে তুলতে শিক্ষকদের নানা কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে
বৃহস্পতিবারের প্রশিক্ষণ শিবিরে। আজ,শুক্রবারও চলবে শিক্ষকদের প্রশিক্ষণ।
আগামী ১৫ ডিসেম্বর কেরিয়ার পাের্টালের ব্যবহার নিয়ে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে স্কুল শিক্ষা দফতরের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.