Bangladeshi woman arrested by BSF : প্রেমিকের টানে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে BSF-এর হাতে আটক বাংলাদেশী তরুণী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

Bangladeshi woman arrested by BSF : প্রেমিকের টানে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে BSF-এর হাতে আটক বাংলাদেশী তরুণী।

Bangladeshi woman arrested by bsf

দিনহাটা : অনলাইনে পাবজি গেমের সূত্র ধরে কীভাবে ধূপগুড়ি কন্নড় বৌমা পেল তা এখন সবার জানা।একইভাবে তুফানগঞ্জেরও এক বাংলাদেশি বৌমা মেলার উপক্রম হয়েছিল। কিন্তু তা আর মিলল কই!


সােশ্যাল মিডিয়ায় তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে প্রেমের
সূত্রে তাঁকে দেখতে এক বাংলাদেশি যুবতী আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছিল। সহজেই মনের মানুষটির সঙ্গে দেখা হবে বলেও ভেবেছিল সে। কিন্তু বিধি বাম! দিঘলটারি সীমান্ত এলাকায় তাকে বিএসএফ (BSF)- র হাতে ধরা পড়তে হল। রবিবার তাকে দিনহাটার বিশেষ আদালতে তােলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবতী বাংলাদেশের বগুড়া জেলার কাঠপাড়া গ্রামের বাসিন্দা। বাংলাদেশি ওই তরুণীর নাম আফসানা মিমিব। সোস্যাল মিডিয়ায় কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা আলি হুসেন নামে এক যুবকের সঙ্গে তার হঠাৎ আলাপ হয় তার। ক্রমে সেই আলাপ গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে। ফোন নম্বর দেওয়া নেওয়ার মাধ্যমে হােয়াটসঅ্যাপে ভাববিনিময়। আগেকার দিন হলে ফোনের একটা খরচ ছিল, কিন্তু ইন্টারনেট টেলিফোনের যুগে সেটা কোনও সমস্যাই নয়। তাই যখন-তখন কথা।

প্রেমের ফুল ফুটতে বেশি সময় নেয়নি। আর এই সূত্রেই বিয়ের ফুলের স্বপ্ন দেখা। কিন্তু স্বপ্ন দেখলেই তাে আর হয় না, তাকে সার্থক করতে রীতিমতাে খাটতে হয়। দুজনারই দুজনকে দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু দুই দেশের সীমানা তাতে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। তবুও প্রেমের কাছে যে সব বাধাই তুচ্ছ। উপরন্তু এখানে আসতে প্রেমিকের ডাক। ওই যুবতী তাতে না করতে পারেননি। তাই পরিবারের কাউকে কিছু না জানিয়ে ওই যুবতী শনিবার সকালে বাড়ি ছাড়েন।

দীর্ঘ পথ পেরিয়ে বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢােকার মুখে BSF এর ১২৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁকে ধরে ফেলেন। বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাঁকে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়।

ধৃতের আইনজীবী নীহাররঞ্জন গুপ্তা বলেন, প্রেমিকের কথামতাে ওই যুবতী ভারতে এসে ধরা পড়েছেন। বিচারক তাকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠান। কথায় বলে, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। অর্থাৎ যুদ্ধ আর ভালােবাসায় সবই চলে। ওই যুবতী ভালােবাসার টানে ঘর ছেড়ে প্রেমিকের ভিটেতে ধরা পড়ে আইন নিশ্চয়ই বিষয়টিকে সমান চোখেই দেখবে বলে ওই যুবতীর আইনজীবীর আশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad